Happy Birthday Sourav Ganguly: ভারতীয় ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত ছিল, ‘ঘরে বাঘ, বিদেশে বিড়াল’। সেই ধারনাও বদলাতে শুরু হয় সৌরভের হাত ধরেই।
Image Credit source: twitter
এখন আর ক্রিকেট দেখি না। এই সহস্রাব্দের শুরুতে ভারতীয় ক্রিকেটে এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। গড়াপেটা কান্ডের আঁচ পড়েছিল ভারতীয় ক্রিকেটে। বিভিন্ন তারকা ক্রিকেটারের নাম জড়িয়েছিল। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনের তখন প্রশ্ন, কোন ম্যাচটা গড়াপেটা হচ্ছে না, বুঝবোই বা কী করে! সেই অন্ধকার থেকে ভারতীয় ক্রিকেটের সম্মান পুনরুদ্ধার। যিনি ভারতীয় ক্রিকেটকে পুরনো জায়গায় ফেরাতে নেতৃত্ব দিয়েছিলেন, আজ সেই অধিনায়কের জন্মদিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচ গড়াপেটার অন্ধকার। ভারতীয় ক্রিকেটের হাল ধরতে নারাজ ছিলেন অনেকেই। এমন সময় দায়িত্ব নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধীরে ধীরে সম্মান পুনরুদ্ধার করেছেন। প্রয়োজন ছিল নতুন ক্রিকেটারদের তুলে আনা। একঝাঁক তরুণ ক্রিকেটারের ওপর ভরসা দেখান সৌরভ।
ভারতীয় ক্রিকেটে প্রথম বার বিদেশি কোচ আনা হয়। নিউজিল্যান্ডের জন রাইট কোচ, নতুন অধিনায়ক সৌরভ। ভারতীয় ক্রিকেট সব বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কাউন্টি ক্লাব কেন্টে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল জন রাইটের। তেমনই সৌরভ ল্যাঙ্কাশায়ারে খেলার সময় দেখেছেন। সৌরভ-জনের রসায়ন ভারতীয় ক্রিকেটকে রাইট ট্র্যাকে ফেরায়। ভারতীয় ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত ছিল, ‘ঘরে বাঘ, বিদেশে বিড়াল’। সেই ধারনাও বদলাতে শুরু হয় সৌরভের হাত ধরেই।
সৌরভের নেতৃত্বে ভারতের সবচেয়ে বড় সিরিজ ছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল। ভারতেও তিন ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করে। দ্বিতীয় টেস্ট ছিল কলকাতায়। ফলো অন খেয়েও ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অস্ট্রেলিয়ার জয়ের রথ ধাক্কা খেয়েছিল। সেই সিরিজও জেতে ভারত। বিশ্ব ক্রিকেটে এই সিরিজ এবং কলকাতা টেস্ট উদাহরণ হিসেবেই ব্যবহার হয়। সৌরভের টিম সেটা পেরেছিল, সৌরভের টিম ইন্ডিয়া আবারও ভরসা জিততে শুরু করেছিল।