MS Dhoni Birthday : এ বারের জন্মদিনে অনুরাগীদের বড় চমক দিলেন স্বয়ং ধোনি। জন্মদিনটা কীভাবে কাটালেন তা নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
Image Credit source: Instagram
কলকাতা : সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ থাকেন না তিনি। মাসে দশে একবার মহেন্দ্র সিং ধোনির ইনস্টাগ্রাম জেগে ওঠে। ২১ সপ্তাহ পর ফের ইনস্টা পোস্ট দেখা গেল মাহির। ৮ জুলাই, অর্থাৎ ৪২তম জন্মদিনের পরদিন। ৪২তম জন্মদিনটা কীভাবে কাটালেন, শুক্রবার তা জানা যায়নি। কারণ সাক্ষী বা জিভার ইনস্টা অ্যাকাউন্টে কোনও ঝলক মেলেনি। তবে এ বারের জন্মদিনে অনুরাগীদের বড় চমক দিলেন স্বয়ং ধোনি। জন্মদিনটা কীভাবে কাটালেন তা নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিন, চারটি পোষ্যের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন মাহি। কেক কেটে খাইয়ে দিলেন পোষ্যদের, নিজেও খেলেন। আবার দুষ্টুমি করলে মৃদু ধমকও দিলেন। পোষ্যদের সঙ্গে ধোনির এই দুষ্টুমিষ্টি ভিডিয়ো দেখে মন গলে গিয়েছে নেটিজেনদের। একইসঙ্গে জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাপ্টেন কুল। ৮ জুলাই দেশের আরও এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তবে মাহির ইনস্টা পোস্ট যেন সব লাইমলাইট কেড়ে নিল।
বিস্তারিত আসছে…