ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে একের পর এক নাটক পাকিস্তানের। এ বার পাক ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত যদি না বিসিসিআই তাদের একটি শর্তে রাজি হয়। কী সেই শর্ত?
কলকাতা : পাকিস্তান কি আদৌ ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসবে? এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। বিশ্বকাপ ভেনুগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে পাকিস্তানের তরফে সিকিউরিটি টিম পাঠানো হবে। আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাবর আজমদের ওডিআই বিশ্বকাপ খেলা নির্ভর করছে সেদেশের সরকারের উপর। পিসিবির তরফে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে। এরই মাঝে শোরগোল ফেলে দিলেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি। ভারতে এসে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন পাক ক্রীড়ামন্ত্রী। তিনি বলেছেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান’। তবে একটি শর্তও রেখেছেন তিনি। সেই শর্ত পূরণ হলে তবেই পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে। বাবর আজমদের বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপর। খোদ ক্রীড়ামন্ত্রী মন্তব্যে বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা।
বিস্তারিত আসছে…