গম্ভীরদের চাকরি বিপন্ন? বিশ্বকাপ জেতানো কোচ পাকা করে ফেলেছে লখনউ!


| Edited By: তিথিমালা মাজী

Updated on: Jul 11, 2023 | 9:17 AM

দু’দুবার ট্রফি জয়ের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে। মাত্র দু মরসুম খেলা আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস বদলে ফেলছে কোচিং স্টাফ। পরের মরসুম থেকে হয়তো অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো কোচ থাকবেন লোকেশ রাহুলদের দায়িত্বে।

Lucknow Super Giants : গম্ভীরদের চাকরি বিপন্ন? বিশ্বকাপ জেতানো কোচ পাকা করে ফেলেছে লখনউ!

Image Credit source: Twitter

কলকাতা : ২০২২ সাল থেকে দশ দলের আইপিএল শুরু হয়েছে। নতুন দুটি টিম গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। একইসঙ্গে পথ চলা শুরু করলেও গুজরাটের সাফল্য বেশি। আবির্ভাবেই আইপিএল ট্রফি জয় এবং ২০২৩ সালেও ফাইনাল খেলেছে গুজরাট। এদিকে দুই মরসুমে প্লে অফে উঠলেও লখনউ সুপার জায়ান্টস ট্রফি জেতা তো দূরের কথা, ফাইনালও খেলতে পারেনি। লোকেশ রাহুলের চোটের কারণে মরসুমের মাঝপথে দলের দায়িত্ব গিয়ে পড়েছিল ক্রুণাল পান্ডিয়ার উপর। ক্রুণাল দলকে শেষ চারে তুললেও ফাইনাল খেলার স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। ট্রফির খোঁজে মরিয়া লখনউ কর্তৃপক্ষ ছেঁটে ফেলতে উদ্যোত হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জেতানো কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছেন সঞ্জীব গোয়েঙ্কারা। সব ঠিকঠাক থাকলে ২০২৪ সাল থেকে লখনউয়ের কোচের পদে দেখা যাবে এই অস্ট্রেলিয়ানকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…

Leave a Reply