শেষ ম্যাচে জয়, বাংলা-ওয়াশ বাঁচালেন সাকিবরা


Bangladesh vs Afghanistan, ODI: অল্প রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মহম্মদ নইম কোনও রান করতে পারেননি। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ১১ রানে ফেরেন।

চট্টগ্রাম: অনবদ্য বোলিং পারফরম্যান্স। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলা-ওয়াশ বাঁচালেন সাকিবরা। সিরিজের শেষ ওয়ান ডে-তে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ অল্পের জন্য হেরেছিল। বৃষ্টির পাশাপাশি ব্যাটিং বিপর্যয় তার অন্যতম কারণ। দ্বিতীয় ওয়ান ডে-তে বাংলাদেশ বোলাররা ভালো পারফর্ম করতে পারেনি। বিশাল লক্ষ্য তাড়া করে ১৪২ রানে হার। সিরিজ খোয়ালেও শেষ ম্যাচ জিতে মর্যাদা রক্ষায় লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য পূরণ হল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লা শাহিদি। বাংলাদেশের বাঁ হাতি পেসার অনবদ্য বোলিং করেন। নতুন বলেই ধাক্কা দেন আফগান শিবিরে। গত ম্যাচে আফগানিস্তানের জয়ে বিরাট ভূমিকা নিয়েছিল ওপেনিং জুটি। রহমানুল্লা গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ২৫৬ রান যোগ করেছিলেন। এ দিন ইনিংসের তৃতীয় ওভারেই ইব্রাহিম জাদরানকে ফেরান শরিফুল। আর এক ওপেনার রহমানুল্লা গুরবাজকে কট বিহাইন্ড আউট করেন তাস্কিন আহমেদ।

আফগান ইনিংসে ভরসা দেন আজমতুল্লা ওমরজাই। ৫৬ রান করেন তিনি। শরিফুলের শুরুর ধাক্কা সাকিবের অনবদ্য বোলিং। ঘুরে দাঁড়াতে ব্যর্থ আফগান ব্যাটিং লাইন আপ। সাকিন ১০ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। আর এক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট। সবচেয়ে সফল শরিফুল। ৯ ওভারে ২১ রান দিয়ে তাঁর ঝুলিতে ৪ উইকেট। আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই অলআউট করে বাংলাদেশ।

অল্প রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মহম্মদ নইম কোনও রান করতে পারেননি। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ১১ রানে ফেরেন। তবে অধিনায়ক লিটন দাস এবং অভিজ্ঞ সাকিব আল হাসান ৬১ বলে ৬১ রান যোগ করেন। সাকিব ৩৯ রানে ফেরেন। তোহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে অপরাজিত অর্ধশতরানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক লিটন দাস। ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় বাংলাদেশ।

Leave a Reply