সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন। প্রতিপক্ষ হুবার্ট হুরকাজকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ আটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
Image Credit source: Twitter
লন্ডন : পুরুষদের টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গ্র্যান্ড স্লাম এখন তাঁর ঝুলিতে। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ আরও একটি গ্র্যান্ড স্লামের দিকে এগোচ্ছেন। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন জোকার (Novak Djokovic)। ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে আর মাত্র তিনটি ধাপ পার করতে হবে তাঁকে। রাফায়েল নাদালের থেকে গ্র্যান্ড স্লাম জয়ের ব্যবধান আরও একটু বাড়িয়ে নিতে পারবেন। ২০২২ সালে উইম্বলডনের খেতাব উঠেছিল জকোভিচের হাতে। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের অনুপস্থিতিতে জকোভিচের দিকে নজর টেনিস বিশ্বের। ঐতিহ্যের উইলম্বডনেও (Wimbledon 2023) তরতরিয়ে এগোচ্ছেন নোভাক। প্রতিপক্ষ হুবার্ট হুরকাজকে চার সেটের ম্যাচে হারিয়ে শেষ আটে পা রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। চার সেটের ম্যাচ জিতেছেন ৭-৬ (৬), ৭-৬ (৬), ৫-৭, ৬-৪ ব্যবধানে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports–এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…