IND vs WI 2023 1st Test: ওভালে গত ফাইনালে তাঁকে ছাড়াই একাদশ গড়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে প্রথম সেশনে নায়ক সেই রবিচন্দ্রন অশ্বিনই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হল ভারতের। ওভালে গত ফাইনালে তাঁকে ছাড়াই একাদশ গড়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে প্রথম সেশনে নায়ক সেই রবিচন্দ্রন অশ্বিনই। টস হেরেছিল ভারত। টিম ইন্ডিয়ায় জোড়া অভিষেক হয়েছে এই ম্যাচে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ডমিনিকায় ডেবিউ করলেন ঈশান কিষাণও। টেস্ট ক্রিকেটে প্রথম ক্যাচও নিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট, প্রথম সেশন কেমন কাটল? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নতুন বলে স্পেল শুরু করেন মহম্মদ সিরাজ। উল্টোদিকে তাঁর সঙ্গা বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাট। সতর্ক শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও তেজনারায়ণ চন্দ্রপল। মহম্মদ সিরাজ সুইংও করাচ্ছিলেন। উনাদকাটও অনবদ্য লাইন-লেন্থে বোলিং করেন। বেশ কিছু ক্ষেত্রে ইনসাউড, আউটসাইড এজ হয়নি। অবশেষে ব্রেক থ্রু দেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বিস্তারিত আসছে…