Asia Cup 2023: অগস্টে হবে এ বারের এশিয়া কাপ। তার আগে নেটে ফিরলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যার ফলে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরেও।
Shreyas Iyer:নেটে ফিরলেন, এশিয়া কাপেই কি কামব্যাক শ্রেয়স আইয়ারের?
বেঙ্গালুরু: এ বছরের এশিয়া কাপ (Asia Cup) নাকি ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)? টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ২২ গজে কামব্যাক হবে কখন? এই প্রশ্ন দিন দিন জোরাল হচ্ছে। এরই মাঝে শ্রেয়সকে নিয়ে স্বস্তি ভারতীয় শিবিরে। বর্তমানে শ্রেয়স আইয়ার বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে রয়েছেন। সেখানেই এ বার নেটে ব্যাট হাতে দেখা গিয়েছে শ্রেয়সকে। যা দেখে তাঁর ভক্তরা বেজায় খুশি। চোট সারিয়ে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন শ্রেয়স। আর তাঁর এই নেটে ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো দেখে অনেকেই বলছেন এশিয়া কাপেই হয়তো ২২ গজে কামব্যাক হতে চলেছে শ্রেয়সের। এ বার দেখার সত্যি সত্যি তিনি কবে মাঠে ফেরেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…