‘পঞ্জাব দা পুত্তর’ প্রভসুখন গিল এ বার ইস্টবেঙ্গলে


Prabhsukhan Singh Gill: ২২ বছরের প্রভসুখন সিং গিলের (Prabhsukhan Singh Gill) সঙ্গে ৩ বছরের চুক্তি করল লাল-হলুদ।

East Bengal: ‘পঞ্জাব দা পুত্তর’ প্রভসুখন গিল এ বার ইস্টবেঙ্গলে

Image Credit source: Twitter

কলকাতা: লাল-হলুদে এ বার বড় চমক। কেরালা ব্লাস্টার্স থেকে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে প্রভসুখন সিং গিলকে (Prabhsukhan Singh Gill) দলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এই খবর খুশির হাওয়া বইয়ে দিয়েছে। ২২ বছরের এই পঞ্জাব তনয়ের সঙ্গে ৩ বছরের চুক্তি করল লাল-হলুদ। TV9Bangla-য় এর আগেই প্রকাশিত হয়েছিল এই খবর যে, প্রভসুখনকে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal: গিল ভাইদের ছিনিয়ে চমক ইস্টবেঙ্গলের)। এ বার সেই খবরেই শিলমোহর পড়ল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লাল-হলুদে যোগ দিয়ে প্রভসুখন সিং গিল জানান, এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দিয়ে তিনি সম্মানিত বোধ করছেন। ইস্টবেঙ্গলের ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপাতে চলেছেন প্রভসুখন। তাই তিনি আপ্লুত। একইসঙ্গে প্রভসুখন জানান, তিনি মাঠে নামলে নিজের সেরাটা উজাড় করে দেবেন এবং ফ্যানেদের আনন্দ দেবেন।

একসময় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সিনিয়র স্তরে ডেবিউ হয়েছিল প্রভসুখনের। সেই কথা মনে করে তিনি জানান, ২০১৮ সালে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধ তাঁর সিনিয়র স্তরে অভিষেক হয়েছিল।

Leave a Reply