পরিবারকে নিয়ে ফ্লোরিডায় মেসি, বরণের জন্য তৈরি ইন্টার মায়ামি


Inter Miami: লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য তৈরি ইন্টার মায়ামি। জানা গিয়েছে, ৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করতে চলেছেন মেসি।

পরিবারকে নিয়ে ফ্লোরিডায় মেসি, বরণের জন্য তৈরি ইন্টার মায়ামি

Image Credit source: Twitter

মায়ামি: এ বার মেসি ম্যাজিক দেখবে মায়ামি। নতুন চ্যালেঞ্জ নিয়ে, এক নতুন দলের হয়ে খেলতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। জানা গিয়েছে, ইন্টার মায়ামির (Inter Miami) সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির। যদিও ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনও সরকারিভাবে মেসির সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে তা জানায়নি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পরিবারের সকলকে সঙ্গে নিয়ে ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির স্টেডিয়ামের পাশে একটি ছোট বিমানবন্দরে নেমেছেন মেসি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ১৬ জুলাই রবিবার ইন্টার মায়ামির সঙ্গে অফিসিয়ালি চুক্তি সই করবেন মেসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেসি বরণের জন্য তৈরি মায়ামি

লিওনেল মেসিকে বরণ করে নেওয়ার জন্য তৈরি ইন্টার মায়ামি। জানা গিয়েছে, ৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করতে চলেছেন মেসি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেসিকে স্বাগত জানাবে মায়ামি। সূত্রের খবর, মেসিকে স্বাগত জানানোর জন্য যে অনুষ্ঠান আয়োজন করার কথা ভেবেছে ডেভিড বেকহ্যামের ক্লাব সেখানে পারফর্ম করবেন শাকিরা, ব্যাড বানি ও মালুমার মতো তারকারা। গত কয়েকদিন ধরেই মায়ামি মেসি জ্বরে কাবু। এ বার মেজর লিগ সকারে তাঁর জাদু দেখানোর পালা।

আর্জেন্টিনার এক টিভি শোতে মেসি বলেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। আমার মানসিকতা এবং মস্তিষ্কে কোনও পরিবর্তন হচ্ছে না। আমি যেখানেই খেলি না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন ক্লাবের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব।’ সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ২১ জুলাই ইন্টার মায়ামিতে ডেবিউ হতে চলেছে লিওনেল মেসির। লিগ কাপের সেই ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুর।



Leave a Reply