‘ইন্দিরানগর কা গুন্ডা’… ছেলে এ কাজ করতে পারে? দ্রাবিড়ের মায়ের বিশ্বাসই হয়নি


সম্প্রতি এক ইভেন্টে রাহুল দ্রাবিড় জানান, তাঁকে জীবনের সবচেয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়েছিল ওই ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বিজ্ঞাপনটি করার সময়।

‘ইন্দিরানগর কা গুন্ডা’… ছেলে এ কাজ করতে পারে? দ্রাবিড়ের মায়ের বিশ্বাসই হয়নি

Image Credit source: Twitter


নয়াদিল্লি: ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) প্রায় সব সময় শান্তশিষ্ট ভাবেই ক্রিকেট প্রেমীরা দেখে অভ্যস্থ। কিন্তু সেই দ্রাবিড়ের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুক এক সময় ভাইরাল হয়েছিল। এক বিজ্ঞাপনের (Advertisement) দৌলতে রাহুল দ্রাবিড় নিজেকে ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বলে দাবি করেছিলেন। যা রীতিমতো ভাইরাল হয়েছিল। সম্প্রতি দ্রাবিড় জানিয়েছেন এই বিজ্ঞাপনটি এখনও বিব্রত করে তাঁকে। বিরাট-রোহিতদের হেড কোচ মনে করেন, তাঁর জীবনে করা সবচেয়ে বিব্রতকর জিনিসগুলির একটি ওই ‘ইন্দিরানগর কা গুন্ডা’-র বিজ্ঞাপনটি। এমনকি দ্রাবিড়ের মায়ের বিশ্বাসও হয়নি যে তাঁর ছেলে ওই বিজ্ঞাপনে কাজ করেছেন। বছর দুয়েক আগের ওই বিজ্ঞাপন নিয়ে আর কী বললেন দ্রাবিড়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি এক ইভেন্টে রাহুল দ্রাবিড় জানান, তাঁকে জীবনের সবচেয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়েছিল ওই ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বিজ্ঞাপনটি করার সময়। দ্রাবিড় মনে করেন ওই বিজ্ঞাপনের পর অনেকে অন্য চোখে তাঁকে দেখতে শুরু করেছেন। অনেকের এখন মনে হয় যে কোনও মুহূর্তে রেগে যেতে পারেন দ্রাবিড়।

উল্লেখ্য, ‘ইন্দিরানগর কা গুন্ডা’ বিজ্ঞাপনের বিহাইন্ড দ্য সিন ভিডিয়োতে দেখা গিয়েছিল, রাহুল দ্রাবিড় রাস্তায় তাঁর পাশের গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙার পর ব্যাট কাঁধে লজ্জায় মাথা নামিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপনের আইকনিক ডায়লগ ‘ইন্দিরানগর কা গুণ্ডা’ বলার পর লজ্জা পেয়ে মুখ নামাতেও দেখা গিয়েছিল দ্রাবিড়কে। ফলে এই বিজ্ঞাপন করতে গিয়ে তিনি যে কতটা লজ্জা পেয়েছিলেন তা তাঁর এক্সপ্রেশনই বলে দিচ্ছিল।

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় জানান, ওই বিজ্ঞাপনটি করার পর অনেকের কাছ থেকে অনেক রকম প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। যদিও সবচেয়ে সেরা প্রতিক্রিয়াটি দিয়েছিলেন দ্রাবিড়। ভারতীয় কিংবদন্তি দ্রাবিড় জানান, তাঁর মা এর বিশ্বাসই হয়নি যে তিনি ওই বিজ্ঞাপনটি করেছেন। দ্রাবিড় জানান, তাঁর মা এখনও মনে করেন ওই বিজ্ঞাপন করতে গিয়ে গাড়ির জানালার কাঁচ ভেঙে ঠিক করেননি তিনি। উল্লেখ্য, বর্তমানে ডমিনিকায় রয়েছেন রাহুল দ্রাবিড়। ক্যারিবিয়ান সফরে রোহিতদের কোচিং করাচ্ছেন দ্রাবিড়। এই ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ ম্যাচের টেস্ট, ৩টি ওডিআই ও ৫টি টি-২০ ম্যাচে খেলবে ভারত।

Leave a Reply