Yashasvi Jaiswal : অভিষেক টেস্টে অর্ধশতরান, রোহিতদের আস্থার দাম দিলেন যশস্বী


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ৪০ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের প্রথম টেস্টে অর্ধশতরান পূরণ করে নেন যশস্বী।

Image Credit source: Twitter

ডমিনিকা : ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের পারফরম্যান্স, এই দুইয়ের জোরে ২১ বছরের যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) লাল বলের ক্রিকেটে অভিষেক ঘটেছে। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয়েছে তাঁকে। টিম ম্যানেজমেন্টের ভরসার দাম দিচ্ছেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ৪০ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার, টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান পূরণ করে নেন। ১০৪ বলে অর্ধশতরান করেছেন এই তরুণ ব্যাটিং সেনসেশন। ওপেনিং জুটিতে ক্যাপ্টেন রোহিত শর্মাকে ভরসা দিচ্ছেন। যশস্বীর পাশাপাশি রোহিতও অর্ধশতরান করে ফেলেছেন। রোহিত-যশস্বী শক্তিশালী জুটিতে বড় স্কোরের আশা। ইতিমধ্যেই পার্টনারশিপ ১০০-র গণ্ডি পার করে গিয়েছে।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারত বিনা উইকেট খুইয়ে ১২০ রান তুলেছে। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ সফরটা যশস্বী জয়সওয়ালের কাছে অগ্নিপরীক্ষা। এখানে তাঁকে সফল হতেই হবে। চেতেশ্বর পূজারার মতো সিনিয়র ক্রিকেটারের পরিবর্তে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। দায়িত্ব অনেক। যশস্বী নিজেও সেটা ভালোমতোই উপলব্ধি করতে পারছেন। পারফরম্যান্স সামান্য এদিক ওদিক হলেই জাতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনা। আইপিএলে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের চোখে ধাঁধাঁ লাগিয়ে দেওয়া যশস্বী আন্তর্জাতিক মঞ্চে কতটা সফল হতে পারবেন তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। এখনও পর্যন্ত ২১ বছরের ক্রিকেটারের বাহবা কুড়োবার মতোই কাজ করছেন। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরান। যেটি শতরানেও বদলে যেতে পারে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর সুবর্ণ সুযোগ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে লক্ষ্যে এগোচ্ছেন।

Leave a Reply