Rinku Singh : রিঙ্কুকে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ করে দিল অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি।
Image Credit source: Twitter
কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার অবসান। জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং। আলিগড়ের ছেলে, কলকাতা নাইট রাইডার্স টিমের পরিচিত মুখ রিঙ্কু ২০২৩ আইপিএলের অন্যতম সুপারস্টার। ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের যোগ্য পুরস্কার হিসেবে রিঙ্কুর জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তিনি নিজেও আশাবাদী ছিলেন। অবশেষে রিঙ্কুকে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ করে দিল অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। শুক্রবার রাতে বিসিসিআইয়ের তরফে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে বোর্ড। যে দলে রয়েছে একাধিক চমক। এই টিমে রয়েছেন রিঙ্কু। প্রথম বার এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল।
বিস্তারিত আসছে…
RINKU…𝐈𝐧𝐝𝐢𝐚 𝐤𝐚 𝐚𝐩𝐧𝐚 𝐛𝐚𝐜𝐜𝐡𝐚!! 💜💙#AmiKKR | #AsianGames | #RinkuSingh pic.twitter.com/wk4FxRbxFF
— KolkataKnightRiders (@KKRiders) July 14, 2023