জোড়া সেঞ্চুরিতে রানের বর্ষণ, যশস্বী-রোহিতদের দাপটে বেহাল ওয়েস্ট ইন্ডিজ


IND vs WI 2023 1st Test, Day 2 Report : রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ম্যাচের রাশ ভারতের হাতে। ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ।

Image Credit source: Twitter

ডমিনিকা : ডমিনিকার উইন্ডসর পার্কে আগাগোড়াই ভারতীয়দের দাপট। প্রথম দিনের শেষে ৮০ রান তুলেছিল ভারত। দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হল, ভারতের ঝুলিতে ২ উইকেট খুইয়ে ৩১২ রান। সারাদিন ধরে ব্যাট করলেন তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল (India vs West Indies)। দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত তিনি। অপর দিকে ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল তুলেছে ৩১২ রান। এখনই ১৬২ রানের লিড। ঘরের মাঠে হাল বেহাল হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের। তৃতীয় দিনেও ব্যাট করবেন যশস্বী। শুক্রবার যশস্বী-কোহলি জুটি আরও কী কামাল দেখায় তারই অপেক্ষায়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন জোড়া সেঞ্চুরি এল ভারতের দুই ওপেনারের ব্যাট থেকে। যশস্বী প্রথম আন্তর্জাতিক ম্যাচে শতরান হাঁকিয়ে বড় বড় রেকর্ডে ভাগ বসিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে কেরিয়ারের প্রথম টেস্ট শতরানের স্বাদ পেয়েছেন রোহিত শর্মা। সর্বেমোট ১০টি টেস্ট শতরান। যশস্বী টিকে থাকলেও ১০৩ রানে ফিরেছেন রোহিত। ওপেনিং জুটিতে ওঠে ২২৯ রানের পার্টনারশিপ। এই জুটিতেই ব্যাকফুটে আয়োজক দেশ। যশস্বী-রোহিতের রেকর্ড পার্টনারশিপ অনেক টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ইনিংসে উইকেট না খুইয়ে লিড নিয়েছে ভারতীয় দল। এশিয়ার বাইরে ভারতের সর্বাধিক রানের ওপেনিং জুটি এটাই।

অভিষেক টেস্টে যশস্বী নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু তিন নম্বরে শুভমন গিলকে নামানোর সিদ্ধান্ত খাটল না। রোহিত শর্মা ১০৩ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন গিল। দুই তরুণের জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে আরও কোণঠাসা করার স্বপ্ন দেখছিলেন ভারতীয় সমর্থকরা। সে গুড়ে বালি। অ্যালিক অ্যাথাউঞ্জের বলে মাত্র ৬ রানে আউট হয়ে ফেরেন গিল। দিনের শেষে বড় স্কোর ভারতের ঝুলিতে। যশস্বী-কোহলির ক্লাস ইনিংস ক্যারিবিয়ানদের আরও কতটা বিপাকে ফেলতে সেটাই দেখার।

Leave a Reply