২৪তম গ্র্যান্ড স্ল্যাম ও জকোভিচের মাঝে কাঁটা ‘বেবি নাদাল’


Novak Djokovic : নবম বার উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। ১৬ জুলাই মেগা ফাইনালে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ আগামী দিনের টেনিস ভবিষ্যৎ কার্লোস আলকারেজ। যিনি ‘বেবি নাদাল’ নামে পরিচিত।

Image Credit source: Twitter

লন্ডন : ফরাসি ওপেনেই ছাপিয়ে গিয়েছিলেন রাফায়েল নাদালকে। পুরুষদের মধ্যে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জকোভিচ তাঁর কেরিয়ারের ২৪তম মেজর ট্রফির সামনে দাঁড়িয়ে। শুক্রবার উইম্বলডনের ফাইনালে উঠেছেন নোভাক (Novak Djokovic)। এই নিয়ে নবম বার। ২৪টি গ্র্যান্ড স্লাম তো বটেই উইম্বলডনে রজার ফেডেরারকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তাঁর সামনে। সার্বিয়ান টেনিস তারকার সামনে উইলম্বডন ফাইনাল জিতে একগুচ্ছ রেকর্ড গড়ার হাতছানি। জানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) সেটে হারিয়ে উইলম্বডনের ফাইনালে পা রেখেছেন। ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে নোভাক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০১৮ সাল থেকে টানা চারবার উইম্বলডন ট্রফি উঠেছে নোভাকের হাতে। ২০২০ সালে প্রতিযোগিতা হয়নি করোনা অতিমারির কারণে। টানা পঞ্চম বার উইম্বলডন খেতাব জয়ের নজির গড়ার সামনে জকোভিচ। সব মিলিয়ে অষ্টম বার এই গ্র্যান্ড স্লাম জিতে ফেডেরারের রেকর্ড স্পর্শ করতে চলেছেন তিনি। তবে নোভাকের সব স্বপ্ন ধুয়ে মুছে দিতে পারেন একজনই। স্পেনের কার্লোস আলকারেজ, যিনি বেবি নাদাল বলেও পরিচিত। নাদালকে আদর্শ মেনে চলা আলকারেজ দ্বিতীয় সেমিফাইনাল জিতে উইম্বলডনের ফাইনালে উঠেছেন। অর্থাৎ এ বারের উইম্বলডন ফাইনালে মুখোমুখি অভিজ্ঞ জকোভিচ ও তরুণ আলকারেজ।

দ্বিতীয় সেমিতে আলকারেজের প্রতিপক্ষ ছিলেন দানিল মেদভেদেভ। ৬-৩, ৬-৩, ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে যান আলকারেজ। প্রতিযোগিতার শীর্ষ বাছাই এবং বর্তমান একনম্বর টেনিস তারকা আলকারেজ। ১৬ নভেম্বর, রবিবার উইম্বলডনে ছেলেদের সিঙ্গলসের ফাইনাল।



Leave a Reply