India vs West Indies: ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।
Image Credit source: AFP
ডমিনিকা: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ডমিনিকায় প্রথম টেস্ট খেলছে রোহিত শর্মার ভারত। ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন চতুর্থ নম্বর নামেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসে ৮০ বল খেলার পর প্রথম বাউন্ডারি আসে বিরাট কোহলির ব্যাটে। তারপর এক মজার সেলিব্রেশন করতে দেখা যায় কোহলিকে। একেবারে রাজার মতো সেলিব্রেশন করেন ভিকে। ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি। সঙ্গে তিনি গড়েছেন জোড়া রেকর্ডও। কোন কোন রেকর্ড গড়লেন বিরাট? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করা ১০ ভারতীয় ক্রিকেটারের তালিকা —
১. সচিন তেন্ডুলকর- ১৫৯২১ রান
২. রাহুল দ্রাবিড় – ১৩২৬৫ রান
২. সুনীল গাভাসকর – ১০১২২ রান
৪. ভিভিএস লক্ষ্মণ – ৮৭৮১ রান
৫. বিরাট কোহলি – ৮৫১৫ রান (এখনও পর্যন্ত)
৬. বীরেন্দ্র সেওয়াগ – ৮৫০৩ রান
৭. সৌরভ গঙ্গোপাধ্যায় – ৭২১২ রান
৮. চেতেশ্বর পূজারা – ৭১৯৫ রান
৯. দিলীপ বেঙ্গসরকর – ৬৮৬৮ রান
১০. মহম্মদ আজহারউদ্দিন – ৬২১৫ রান