অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (indian visa check online) – সফল ফ্রিল্যান্সার


অনেকেই ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (indian visa check online) সম্পর্কে জানতে চেয়েছেন। এর আগে আমি সকল দেশের ভিসা চেক করার নিয়ম বলেছি।

কিন্তু, বর্তমানে ইন্ডিয়ান ভিসা চেক করার ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন হয়েছে। তাই আপনাদের সুবিধার জন্য এই আর্টিকেলটি লিখেছি।

আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে প্রত্যেক বছর লাখ লাখ লোক যায় ভ্রমন, ব্যবসা, চিকিৎসা সহ আরো অন্যান্য কাজে। 

তাছাড়া, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা ভালো, যার ফলে অনেক ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে পাওয়া যায়।

আমাদের দেশ থেকে যখন আমরা বাহিরের দেশে যেতে চান তখন সেই দেশে যাওয়ার জন্য ভিসা লাগাতে হয়।

আর সেই ভিসা হাতে পাওয়ার পরে উক্ত দেশে যাওয়ার আগে অবশ্যই ভিসা চেক করে নেওয়া জরুরি। কারণ, অনেক অসাধু লোক রয়েছে যারা আপনাকে ভুয়া ভিসা দেয়। 

যার ফলে আপনি সেখানে যেতে বা গিয়ে নানা ধরনের অসুবিধার মুখে পড়েন। তাই আপনার উচিত ভিসা চেক করে নেওয়া।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম (indian visa check online)

প্রত্যেক দেশের ভিসা চেক করার জন্য অনলাইনে ওয়েবসাইট রয়েছে। যেখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন।

ঠিক একই ভাবে ইন্ডিয়ান ভিসা চেক করার অনলাইন ওয়েবসাইট হলো IVAC. এর পূর্ণরূপ হলো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

ভারতের ভিসা চেক করার জন্য এই IVAC ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।

এখানে মেনু অপশন থেকে ৩ নাম্বার ভিসা আবেদন ট্র্যাক এই অপশনে ক্লিক করুন। এবার আপনাকে বলা হবে আবেদন ট্র্যাক করার জন্য এখানে ক্লিক করুন। উপরে ছবিতে দেখতে পাচ্ছেন।

এবার আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। নিচের ছবিতে যেমন পেজ দেখতে পাচ্ছেন।

এই পেজে দুইটা অপশন দেখতে পাবেন। সেখান থেকে প্রথমে থাকা Regular Visa Application এই অপশনে ক্লিক করুন।

এবার আপনাকে নতুন পেজে নিয়ে যাওয়া হবে নিচের ছবির মতো। এই পেজ থেকে আপনার ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।

এখানে ক্যাপচা কোড, পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করলে ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

  • Please type above code – এখানে উপরের ছবির ক্যাপচা কোড সঠিক ভাবে লিখুন।
  • Web file Number – এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন।
  • এবং শেষে Submit অপশনে ক্লিক করলে ইন্ডিয়ান ভিসার সকল তথ্য চেক করতে পারবেন।

কেন ভিসা চেক করবেন?

আমি আগেই বলেছি নিজের দেশ থেকে বাহিরের দেশে যাওয়ার আগে অবশ্যই ভিসা চেক করে নিবেন।

কারণ, অনেক দালাল বা অসাধু লোক রয়েছে যারা আপনার ভূয়া ভিসা দিয়ে থাকে। এই ভূয়া ভিসা নিয়ে বাহিরের দেশে যাওয়ার পরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

তাছাড়া, বাহিরের দেশের মানুষ আপনার অপরিচিত সেখানে কেউ আপনাকে সাহায্য করবে না।

তাই আমার পরামর্শ হলো বিদেশে ভ্রমন করার আগে ভিসা হাতে পেলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অবশ্যই ভিসা চেক করে নিবেন। মনে রাখবেন, অনলাইনে সকল দেশের ভিসা চেক করা যায়।

শেষ কথা

আজকে আমরা জানলাম অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম বা indian visa check online সম্পর্কে। এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন –

Leave a Reply