একাদশে কোহলির জায়গা কি চুরি হয়ে গেল? শ্রেয়স যা বললেন…


ইন্দোর: কত দিন পর সেঞ্চুরি! মনে ছিল কি? হয়তো ভাবারই সময় পাননি। শুধু একটাই অপেক্ষা ছিল, দ্রুত মাঠে ফেরা। টিভিতে ম্যাচ দেখে আরও যেন ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু ফিরব বললেই তো ফেরা যায় না! চোট থেকে সেরে ওঠা যেমন জরুরি ছিল, তেমনই সুযোগ পেয়েই ভরসা দেওয়ার মতো ইনিংস। ইন্দোরে শ্রেয়স আইয়ার যেন সেটাই খেললেন। এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। ফের চোট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মারা প্রথম দু-ম্যাচে ছিলেন না। মোহালিতে বিরাটের সাধের তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়স। কিন্তু রান আউট! ইন্দোরে যেন শেষ সুযোগ ছিল। তিনে নামলেন, সেই বিরাট কোহলির ব্যাটিং পজিশনে। আচ্ছা বিরাটের জায়গা কি চুরি হয়ে গেল? শ্রেয়স কী বলছেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্দোরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯৯ রানে জয়। এর জন্য বড় কৃতিত্ব রয়েছে শ্রেয়সের। দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ। ৯০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস শ্রেয়স আইয়ারের। সেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশন ঠিক যেন বিরাট কোহলিকে মনে করায়। প্রত্যাবর্তন সম্পর্কে শ্রেয়স বলছেন, ‘আমার কাছে অদ্ভূত একটা সফর ছিল। গত কয়েক মাস ধরে প্রচুর পরিশ্রম করেছি। কিছু ক্ষেত্রে খুব একলা লেগেছে।’

প্রত্যাবর্তনের ইনিংস, ম্যাচের সেরার পুরস্কার। শ্রেয়স আরও যোগ করেন, ‘মাঠে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে। ড্রেসিংরুমের পরিবেশটা মিস করছিলাম। এত দিন টিভিতে ম্যাচ দেখেছি, অপেক্ষায় ছিলাম কবে ফিরতে পারব। নিজের ওপর ভরসা রেখেছিলাম। এই ম্যাচেও পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারনা ছিল। অজিদের বিরুদ্ধে ভি-এর মধ্যে খেলতে চেয়েছিলাম। লক্ষ্য ছিল, যতটা সহজ করে খেলা যায়। যে কোনও পজিশনেই ব্যাট করতে স্বচ্ছন্দ। টিমের প্রয়োজন আসল। তবে বিরাট কোহলির জায়গা চুরি করার কোনও সুযোগ আমার নেই।’

Leave a Reply