পদকের লক্ষ্যে মানু ভাকের, মেয়েদের হকি টিমের যাত্রা শুরু


কলকাতা: এশিয়ান গেমসে মঙ্গলবার খুব ভালো কেটেছে বলা যায় না। প্রথম দু-দিনে এগারোটি পদক এসেছিল ভারতের ঝুলিতে। সেই সংখ্যা দাঁড়াল ১৪। ড্রেসজ ইকুস্ট্রিয়ানে ঐতিহাসিক সোনা, দিনের সেরা প্রাপ্তি। সেইলিংয়ে রুপো এসেছে। আজ, বুধবার এশিয়ান গেমসের ভারতের নজরে থাকবেন বেশ কিছু তারকা অ্যাথলিট। অভিযান শুরু করবে ভারতীয় মহিলা হকি দল। তেমনই বাড়তি নজর মানু ভাকের। শুটিংয়ে তাঁর থেকে পদকের ব্যাপক প্রত্যাশা। সেটা পূরণ হয় কিনা, দেখা যাক। সেইলিংয়ে পদকের লক্ষ্যে নামছেন নেত্রা কুমনান, বিষ্ণু সর্বাণন। এশিয়াডে আজ ভারতের সূচি, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একনজরে ভারতের সূচি ও সময়

  1. 3×3 বাস্কেটবল: পুরুষদের রাউন্ড রবিন পর্ব পুল সি, ভারত বনাম ম্যাকাও চিন, দুপুর ১২.১০। মেয়েদের রাউন্ড রবিন পর্ব, পুল এ ভারত বনাম চিন, বিকেল ৪.৫৫ থেকে।
  2. বাস্কেটবল: মেয়েদের প্রাথমিক পর্ব গ্রুপ এ, ভারত বনাম ইন্দোনেশিয়া, বিকেল ৫.৩০।
  3. বক্সিং: পুরুষদের ৫৭কেজি বিভাগ শেষ ষোলো, শিব থাপা বনাম অস্কত কুলাতেভ, দুপুর ১.১৫। পুরুষদের ৯২ কেজি, শেষ ষোলো, সঞ্জিৎ বনাম লাজিজবেক মুলোজোনভ, দুপুর ১.৩০। মেয়েদের ৫০ কেজি শেষ ষোলো, নিখাত জারিন বনাম চরং বাক, বিকেল ৫.১৫।
  4. ব্রিজ (তাস): পুরুষ, মহিল এবং মিক্সড ইভেন্ট, রাউন্ড রবিন, সন্ধে ৬.৩০ থেকে।
  5. দাবা: পদকের ইভেন্ট, পুরুষদের ব্যক্তিগত রাউন্ড (বিদিত গুজরাটি ও অর্জুন এরিগাসি), দুপুর ১২.৩০ থেকে। পদকের ইভেন্ট, মেয়েদের ব্যক্তিগত রাউন্ড (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাবল্লি), দুপুর ১২.৩০ থেকে।
  6. ট্র্যাক সাইক্লিং: মেন্স স্প্রিন্ট কোয়ালিফায়িং প্রি-কোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনাল, রিপচেজ হিট (ডেভিড বেকহ্যাম, রোনাল্ডো সিং) সকাল ৭.৩০ থেকে। মেয়েদের কেইরিন (শুসিকলা আগাসে, ত্রিয়াশা পল) সকাল ৭.৫৬ খেকে।
  7. ইকুস্ট্রিয়ান: ড্রেসজ ব্যক্তিগত ইন্টারমিডিয়েট ১ (হৃদয় ছেডা, অনুশ আগরওয়াল্লা, দিব্যকৃতি সিং, সুদীপ্তি হাজেলা), সকাল ৫.৩০ থেকে।
  8. ই-স্পোর্টস: লিগ অফ লেজেন্ডস কোয়ার্টার ফাইনাল, ভারত বনাম ভিয়েতনাম, সকাল ১১.৩০ থেকে।
  9. ফেন্সিং: পদকের ইভেন্ট, মেন্স টিম ফয়েল (অর্জুন, দেব, বিভিশ কাতিরেসান, আকাশ কুমার), সকাল ৬.৩০ থেকে। পদকের ইভেন্ট, মেয়েদর টিম ইপি (এনা অরোরা, জ্যোতিকা দত্ত, জসকীরত কৌর, তনিষ্কা খত্রি) সকাল ১০.৩০ থেকে।
  10. হ্যান্ডবল: মেয়েদের প্রাথমিক পর্ব রাউন্ড গ্রুপ বি, ভারত বনাম হংকং, চিন, বিকেল ৪.৩০ থেকে।
  11. হকি: মেয়েদের প্রাথমিক পর্ব পুল এ, ভারত বনাম সিঙ্গাপুর, সকাল ১০.১৫ থেকে।
  12. সেইলিং: পদকের ইভেন্ট-পুরুষদের ডিঙ্গি (বিষ্ণু সর্বাণন), সকাল ৮.৩০ থেকে। পদকের ইভেন্ট, মেয়েদের সিঙ্গলস ডিঙ্গি (নেত্রা কুমানন) সকাল ৮.৩০ থেকে, পদকের ইভেন্ট, মেয়েদের কাইট IKA ফর্মূলা (চিত্রেশ তথা), সকাল ৮.৩০ থেকে। পদকের ইভেন্ট, পুরুষদের উইন্ডসার্ফিং iQFoil কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল (জেরোম কুমার সাবারিমুতু) সকাল ৮.৩০ থেকে।
  13. শুটিং: পদকের ইভেন্ট, পুরুষ ও মহিলাদের স্কিট কোয়ালিফিকেশন ফেজ ২, টিম এবং ব্যক্তিগত ফাইনাল (পুরুষদের-অনন্তজিৎ সিং নারুকা, গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। মেয়েদের- পরীনাজ ধালিওয়াল, গানেমত সেখোন, দর্শনা রাঠোর) সকাল ৬.৩০ থেকে। পদকের ইভেন্ট, মেয়েদের ২৫মিটার পিস্তল র‌্যাপিড কোয়ালিফিকেশন রাউন্ড, টিম এবং ব্যক্তিগত ফাইনাল (মানু ভাকের, রিদম সাংওয়ান, এশা সিং), সকাল ৬.৩০ থেকে। পদকের ইভেন্ট, মেয়েদের ৫০ মিটার রাইফেল 3 পজিশনস কোয়ালিফায়িং, টিম ফাইনাল (আসি চোকসি, মানিনি কৌশিক, সিফ্ত কৌর সামারা), সকাল ৬.৩০ থেকে।
  14. স্কোয়াশ: পুরুষদের টিম পুল এ, ভারত বনাম কুয়েত, সকাল ৭.৩০। মেয়েদের টিম পুল বি, ভারত বনাম নেপাল, সকাল ৭.৩০ থেকে, মেয়েদের টিম পুল বি, ভারত বনাম ম্যাকাও, চিন, দুপুর ২টো, পুরুষদের টিম পুল এ, ভারত বনাম পাকিস্তান, বিকেল ৪.৩০ থেকে।
  15. সুইমিং: মেয়েদের ১০০মিটার বাটারফ্লাই হিট এবং ফাইনাল (নীনা ভেঙ্কটেশ), সকাল ৭.৩০ থেকে, মেয়েদের ১০০মিটার ব্যাকস্ট্রোক (মনা প্যাটেল), সকাল ৭.৩০ থেকে, পুরুষদের ২০০মিটার ফ্রিস্টাইল হিট এবং ফাইনাল (তনিশ জর্জ ম্যাথু, শ্রীহরনী নটরাজ), সকাল ৭.৩০ থেকে। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (লিনেশা), সকাল ৭.৩০ থেকে।
  16. টেবল টেনিস: পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৬৪ (মানুষ শাহ-মানব ঠাক্কার), দুপুর ১.৩০। মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২ (সাথিয়া জ্ঞানেশ্বরণ, মনিকা বাত্রা এবং হরমীত দেশাই, সৃজা আকুলা), দুপুর ১.৩০টা থেকে।
  17. টেনিস: সিঙ্গলস ও ডাবলস ম্যাচ (অঙ্কিতা রায়না, রোহন বোপান্না, রুতুজা ভোসলে, রামকুমার রামনাথন) সকাল ৭.৩০ থেকে।
  18. উসু: পদকের ইভেন্ট, পুরুষদের দাওসু ফাইনাল (রোহিত যাদব) সকাল ৬.৩০, পদকের ইভেন্ট, পুরুষদের গুনসু ফাইনাল (রোহিত যাদব), দুপুর ১২টা থেকে। মেয়েদের ৬০কেজি বিভাগের সেমিফাইনাল (নাওরেম রোশিবিনা দেবী) বিকেল ৫টা থেকে।

Leave a Reply