IND vs AUS: রাজকোটে পৌঁছে গেল মেন ইন ব্লু, দলে যোগ দিলেন বিরাট-রোহিত
রাজকোট: বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে মেন ইন ব্লুর এখন লক্ষ্য অজিদের হোয়াইটওয়াশ করা। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে (Australia) বিশ্বকাপের আগে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। এক ম্যাচ বাকি থাকতেই অবশ্য তিন ম্যাচের ওডিআই সিরিজ পকেটে পুরেছে ভারত (India)। আগামিকাল রাজকোটে অজিদের বিরুদ্ধে ভারতের শেষ ওডিআই ম্যাচ। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা রাজকোটে পৌঁছে গিয়েছেন। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়া X এ ভাইরাল হওয়া ভিডিয়ো মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দু’জনই অজিদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকে। রোহিত ফেরায় তৃতীয় ম্যাচে তিনিই নেতৃত্ব দেবেন।