অল্পের জন্য সোনা হাতছাড়া, স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা


হানঝাউ: এশিয়ান গেমসে শুটিংয়ে পদকের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় শুটাররা। সকালে পুরুষদের স্কিট-৫০ শুটিংয়ে টিম ইভেন্টে ভারতীয় শুটাররা ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই দলের সদস্যরা হলেন – অনন্তজিৎ সিং নারুকা, গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়া। এ বার পুরুষদের স্কিট শুটিংয়ে রুপো পেলেন অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। অল্পের জন্য তাঁর সোনা হাতছাড়া হয়েছে। তারপরও রেকর্ড গড়েছেন অনন্তজিৎ। আসলে এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম রুপো পেলেন অনন্তজিৎ। আজ, বুধবার সকাল সকাল মহিলাদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্টে সোনা জেতেন মানু ভাকের, এষা সিং, রিদম সাংওয়ান। তারপর মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে টিম ইভেন্টে রুপো পান ভারতের অশি চৌকসে, মানিনি কৌশিক ও সিফট কৌর সাম্রা। এরপর ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনের ব্যক্তিগত ইভেন্টে সিফট সোনা জেতেন এবং ব্রোঞ্জ পান অশি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিস্তারিত আসছে…



Leave a Reply