Anant Jeet Singh Naruka: এশিয়াডে অভিষেকেই বাজিমাত, জোড়া পদক জয়ী অনন্তজিৎ বললেন, ‘বিশ্বাসই হচ্ছে না’Image Credit source: PTI
হানঝাউ: লক্ষ্যে অবিচল থাকলে সব সম্ভব। এই প্রথম বার এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশ নিলেন ভারতীয় শুটার অনন্তজিৎ সিং নারুকা (Anant Jeet Singh Naruka)। বছর ২৫ এর অনন্তজিৎ আজ হানঝাউ গেমসে পুরুষদের স্কিট ইভেন্টে জোড়া পদক পেয়েছেন। প্রথমে বুধবার সকালে পুরুষদের স্কিট-৫০র টিম ইভেন্টে গুরজ্যোৎ সিং খাঙুরা, অঙ্গদ বীর সিং বাজওয়ার সঙ্গে ব্রোঞ্জ পেয়েছিলেন অনন্তজিৎ। এরপর এই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন অনন্তজিৎ। মাত্র ২ পয়েন্টের জন্য সোনা হাতছাড়া হয়েছে অনন্তজিতের। অবশ্য তা নিয়ে আফশোস নেই জয়পুরের ছেলে অনন্তজিতের। এশিয়াডে অভিষেকে জোড়া পদক পেয়ে বিরাট খুশি অনন্ত। বলছেন, ‘এই মুহূর্তটা বিশ্বাসই হচ্ছে না।’ আর কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পুরুষদের স্কিটে অনন্তজিৎ সিং নারুকা রয়েছেন ৫৪ নম্বরে। ২০১২ সাল থেকে শুটিংয়ের সঙ্গে যুক্ত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১ বার রুপো পেয়েছেন তিনি। এবং আইএসএসঅফ জুনিয়র কাপে এক বার ব্রোঞ্জ পেয়েছেন তিনি।