Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড করে এশিয়ান গেমসে সোনা জিতলেন ভারতের সিফট কৌর শর্মা!


এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড করে সোনা জিতলেন ভারতের মেয়ে সিফট কৌর শর্মা।Image Credit source: টুইটার

হানঝাউ: এর আগের চারটে সোনা দেশে খুশির হওয়া বইয়ে দিয়েছিল। কিন্তু ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা আসেনি। সেই আক্ষেপ মিটিয়ে তৃপ্তিতে ভরিয়ে দিলেন সিফট কৌর শর্মা (Sift Kaur Sharma)। এশিয়ান গেমসের (Asian Games 2023) ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে সোনা জিতলেন ভারতের মেয়ে। টিম ইভেন্টে একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁদের। কিন্তু দুরন্ত ফর্মে ছিলেন সিফট। ফাইনালেও সেই ফর্ম ধরে রাখলেন তিনি। শুধু সোনা জেতা নয়, বিশ্বরেকর্ডও করলেন তিনি। প্রোনের ফাইনালে ভারতেরই জয়জয়কার। সিফট সোনা জিতলেন যেমন, ব্রোঞ্জ পেলেন অশি চৌকসে (Ashi Chouksey)। শেষ কয়েকটা রাউন্ড তিনি যদি পিছিয়ে না পড়তেন, তা হলে রুপো পেতে পারতেন। বুধবার কার্যত সোনাঝরা দিন এশিয়ান গেমসে। পঞ্চম সোনা এল এ দিন সকালেই। tv9Bangla Sportsএ বিস্তারিত।

বিস্তারিত আসছে…

Leave a Reply