অ্যাথলেটিক্সে যাত্রা শুরু, টেনিসে সোনার স্বপ্ন; জেনে নিন সূচি


কলকাতা: এশিয়ান গেমসে আজ শুরু হচ্ছে অ্যাথলেটিক্সের ইভেন্ট। প্রথম দিনই নামছেন মনপ্রীত কৌর, প্রিয়াঙ্কা গোস্বামীর মতো পদক প্রত্যাশীরা। ব্যাডমিন্টনে নজর থাকবে অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধুর দিকে। প্রণয়ের কাছেও সুযোগ থাকছে পদক নিশ্চিত করার। বক্সিংয়ে নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন। এশিয়ান গেমসে পদকের খাতা খোলার অপেক্ষায় নিখাত। আকর্ষণ টেনিসে গোল্ড মেডেলের ম্যাচ। পুরুষদের ডাবলস ফাইনালে নামছে রামকুমার রামনাথন-সাকেথ মিনেনি জুটি। তেমনই থাকছে শুটিংয়েও পদকের ইভেন্ট। এশিয়াডে আজ ভারতের সূচি, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একনজরে ভারতের সূচি ও সময়

  1. 3X3 বাস্কেটবল: পুরুষদের রাউন্ড রবিন পুল সি, ভারত বনাম চিন, বিকেল ৫.২০।
  2. অ্যাথলেটিক্স: পুরুষদের ২০কিমি রেস ওয়াক ফাইনাল (সন্দীপ কুমার, বিকাশ সিং) সকাল ৪.৩০ থেকে। মেয়েদের ২০কিমি রেস ওয়াক ফাইনাল (প্রিয়াঙ্কা গোস্বামী) সকাল ৪.৪০ থেকে। মেয়েদের ৪০০ মিটার রাউন্ড ১ (ঐশ্বর্য কৈলাশ মিশ্র, হিমাংশী মালিক) বিকেল ৪.৩০, মেয়েদের হ্যামার থ্রো ফাইনাল (তানিয়া চৌধুরী, রচনা কুমারী) বিকেল ৪.৪০ থেকে। পুরুষদের ৪০০মিটার রাউন্ড ১ (মহম্মদ আনাস ইয়াহিয়া, মহম্মদ আজমল), বিকেল ৪.৫৫ থেকে। মেয়েদের শট পাট ফাইনাল (কিরণ বালিয়া, মনপ্রীত কৌর), বিকেল ৬.১৫ থেকে।
  3. ব্যাডমিন্টন: মেয়েদের টিম ইভেন্ট কোয়ার্টার ফাইনাল, ভারত বনাম থাইল্যান্ড, সকাল ৬.৩০।
  4. বাস্কেটবল: মেয়েদের প্রাথমিক পর্ব গ্রুপ এ, ভারত বনাম মঙ্গোলিয়া, বিকেল ৫.৩০ থেকে।
  5. বক্সিং: মেয়েদের ৫৭ কেজি রাউন্ড অফ ১৬ (পরবীন) দুপুর ১২টা, পুরুষদের ৮০ কেজি রাউন্ড অফ ১৬ (লক্ষ্য চাহার) দুপুর ১.৪৫, মেয়েদের ৫০ কেজি কোয়ার্টার ফাইনাল (নিখাত জারিন) বিকেল ৪.৪৫।
  6. ব্রিজ (তাস): পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন। সকাল ৬.৩০ থেকে।
  7. দাবা: পুরুষদের টিম রাউন্ড ১ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ১ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
  8. ট্র্যাক সাইক্লিং: পদকের ইভেন্ট– নীরজ কুমার, হর্ষবীর সিং সেখোন, পুরুষদের ম্যাডিসন। পদকের ইভেন্ট– পুরুষদের কেইরিন (ডেভিড বেকহ্যাম, এসও, আলবেন), সকাল ৭.৩০।
  9. ই-স্পোর্টস: ডোটা ২ গ্রুপ এ, ভারত বনাম কিরগিস্তান, সকাল ১১.৩০ থেকে। ডোটা ২ গ্রুপ এ, ভারত বনাম ফিলিপিন্স, দুপুর ১২.৩০ থেকে।
  10. গল্ফ: মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট, প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক, ভোর ৪টে। পুরুষদের ব্যক্তিগত ও টিম ইভেন্ট, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা, ভোর ৪টা থেকে।
  11. হ্যান্ডবল: মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম মালয়েশিয়া, বিকেল ৪.০০ থেকে।
  12. হকি: মহিলাদের গ্রুপ পর্ব, ভারত বনাম চিন, বিকেল ৩.৩০।
  13. শুটিং: পদকের ইভেন্ট– মেয়েদের ১০মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন, টিম মেডাল এবং ব্যক্তিগত ফাইনাল (দিব্যা, পলক, এষা সিং), পদকের ইভেন্ট-পুরুষদের ৫০ মিটার রাইফেল 3 পজিশনস যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত ফাইনাল (ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুসালে, অখিল শেওরন) সকাল ৬.৩০ থেকে।
  14. স্কোয়াশ: মহিলাদের টিম ইভেন্ট সেমিফাইনাল, সকাল ৮.৩০টা। পুরুষদের টিম ইভেন্ট সেমিফাইনাল, দুপুর ১.৩০ থেকে।
  15. সুইমিং: মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই হিট ও ফাইনাল (নীনা ভেঙ্কটেশ), মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইল স্লো-ফাস্ট হিট (বৃত্তি আগরওয়াল), মেয়েদের ২০০মিটার ব্যাকস্ট্রোক হিট ও ফাইনাল (শ্রীহরিনি নটরাজ, অদভেত পেজ), পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল হিট ও ফাইনাল (আর্য নেহরা, কুশাগ্র রাওয়াত), পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই হিট ও ফাইনাল (অনীশ গৌড়া, সজন প্রকাশ), পুরুষদের 4X100 মিটার মেডলি রিলে হিট ও ফাইনাল (টিম ইন্ডিয়া) সকাল ৭.৩০ থেকে।
  16. টেবল টেনিস: পুরুষদের ডাবলস রাউন্ড অফ ১৬, (মানুষ শাহ/ মানব ঠাক্কর, শরথ কমল/ সাথিয়া জ্ঞানেশ্বরণ), মিক্সড ডাবলস রাউন্ড অফ ১৬ (সাথিয়া জ্ঞানেশ্বরণ/মণিকা বাত্রা, হরমীত দেশাই /সৃজা আকুলা), মেয়েদের সিঙ্গলস, রাউন্ড অফ ১৬ (মণিকা বাত্রা) সকাল ৭.৩০ থেকে। মেয়েদের ডাবলস রাউন্ড অফ ১৬, (সৃজা আকুলা/দিয়া চিতালে, সুতীর্থা মুখোপাধ্যায়/ ঐহিকা মুখোপাধ্যায়), দুপুর ১.৩০ থেকে। পুরুষদের সিঙ্গল রাউন্ড অব ১৬ (শরথ কমল, সাথিয়া জ্ঞানেশ্বরণ) দুপুর ১.৩০ থেকে।
  17. টেনিস : পদকের ইভেন্ট- পুরুষদের ডাবলস ফাইনাল সকাল ৭.৩০, মিক্সড ডাবলস সেমিফাইনাল, সকাল ৯.৩০ এর পর।

Leave a Reply