কলকাতা: এ বার, একশো পার। এশিয়ান গেমসে ভারতের লক্ষ্য এমনটাই। সেই লক্ষ্যে এক ধাপে পৌঁছল ভারত। যদিও বৃহস্পতিবার হতাশারই কাটল বলা যায়। সারা দিনে প্রাপ্তি মাত্র তিনটি পদক। পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা, উসুতে রোশিবিনা দেবীর রুপো এবং ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ অনুষ আগরওয়াল্লার। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এখন ২৫টি পদক। অর্থাৎ একশোর লক্ষ্যে ‘কোয়ার্টার’-এ পৌঁছে গিয়েছে ভারত। পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। বৃহস্পতিবার সবচেয়ে বড় হতাশা ফুটবলে। শেষ ষোলোয় সৌদি আরবের কাছে হেরে বিদায় নিয়েছে ব্লু টাইগার্সরা। পদকের পরিস্থিতি, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুটিংয়ে ভারতের একঝাঁক পদকের প্রত্য়াশা। বৃহস্পতিবার সারাদিনে একটিই সোনার পদক। সেটি এসেছে শুটিংয়েই। ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক টিম ইন্ডিয়ার। এ বারের এশিয়াডে এটি ভারতের চতুর্থ সোনা। গত এশিয়াডে ৫৭০ জনের স্কোয়াড ছিল ভারতের। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে এর মধ্যে পদক এসেছিল ৭০টি। হানঝাউতে ৬৫৫ সদস্যের টিম পাঠিয়েছে ভারত। ৮ অক্টোবর অবধি এশিয়াড চলবে। ফলে একশোর প্রত্যাশা পূরণ হতেই পারে।
এখনও পদকের দৌড়ে রয়েছেন পিভি সিন্ধু, প্রণয়রা। তেমনই টেনিসে পুরুষদের ডাবলসেও পদক নিশ্চিত। বরং শুক্রবার ফাইনালে সোনার পদকের প্রত্যাশা করা যেতেই পারে। পাশাপাশি শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাথলেটিক্স ইভেন্ট। প্রথম দিনই মনপ্রীত কৌর, প্রিয়াঙ্কা গোস্বামীর মতো দুই অ্যাথলিট নামছেন। এখনও বাকি রয়েছেন নীরজ চোপড়া। শুক্রবার শুটিংয়ে আরও পদকের প্রত্যাশা রয়েছে।
শুটিংয়ে শেষ মুহূর্তের হতাশা বাংলার। শুটিংয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেল ইভেন্টে নামার কথা ছিল রুদ্রাংশ পাটিল এবং মেহুলি ঘোষের। যদিও উদ্যোক্তাদের শেষ মুহূর্তে নিয়ম পরিবর্তন সেই প্রত্যাশায় জল ঢেলেছে। এই ইভেন্টে মাত্র একজোড়া শুটারই নামাতে পারবে ভারত। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করা রুদ্রাংশ এবং মেহুলির দ্বিতীয় দল হিসেবে নামার কথা ছিল। সেটা হচ্ছে না।