দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এ বার মুরলীর বায়োপিকের প্রচারের অনুষ্ঠানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক নিয়ে মুখ খুললেন। সৌরভের বায়োপিকে কোন কোন অধ্যায় উঠে আসবে, তা জানতে আগ্রহী সকলেই। বিশেষ করে গ্রেগ চ্যাপেল বনাম সৌরভ অধ্যায় দেখা যাবে কিনা, তা জানতে আগ্রহী অনেকেই।