হায়দরাবাদে পাকিস্তানের পতাকা উড়িয়ে আটক বাবরদের ‘বশির চাচা’


হায়দরাবাদ বিমানবন্দরে বশির চাচা, ইনসেটে – পাকিস্তানি পতাকা ওড়ানোর দায়ে আটক করা হয় তাঁকে Image Credit source: Twitter

হায়দরাবাদ: বিশ্বকাপ ক্রিকেটের আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থেকেই শুরু হয়ে যাচ্ছে গা ঘামানোর খেলা। বিশ্বকাপকে কেন্দ্র করে, ধীরে ধীরে ভারতে পা রাখছেন বিশ্বের ১০টি ক্রিকেট খেলিয়ে দেশের সমর্থকরা। বুধবার (২৮ সেপ্টেম্বর), এই উৎসবের মেজাজে এক ফোটা চোনা পড়ল হায়দরাবাদ বিমানবন্দরে। পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ানোর দায়ে, অল্প সময়ের জন্য আটক করা হল পাকিস্তানের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত, ‘চাচা’ বা বশির চাচা। পাকিস্তানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক এই বশির চাচা, থাকেন শিকাগো শহরে। ক্রিকেটের অন্ধ ভক্ত তিনি। বিশ্বের যে প্রান্তেই ক্রিকেট খেলতে যায় পাকিস্তানি জাতীয় দল, গ্যালারিতে জাতীয় পতাকা হাতে হাজির থাকেন সত্তরোর্ধ্ব বশির চাচা। অনেকটা, আমাদের ‘সুপারফ্যান’ সুধীর গৌতমের মতোই।

শুক্রবার, হায়দরাবাদেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ খেলবেন বাবর আজমরা। তার দুদিন আগেই হায়দরাবাদে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় দল। দলকে স্বাগত জানাতে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বশির চাচা। হাতে ছিল পাকিস্তানের জাতীয় পতাকা। বুধবার রাত আটটা নাগাদ হায়দরাবাদে এসে পৌঁছয় পাকিস্তান দল। বাবর, রিজওয়ান, শাহিনদের দেখে উৎসাহ আর ধরে রখতে পারেননি চাচা। অতি উৎসাহে হাতের পাকিস্তানি জাতীয় পতাকা নাড়তে থাকেন। পাকিস্তানি পতাকা নাড়ানোকে কেন্দ্র করে শান্তি বিঘ্নিত হতে পারে বলে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় বিমানবন্দর পুলিশ। চাচাকে আটক করা হয়।

সূত্রের খবর, আটকের পর, পুলিশের সঙ্গে আগাগোড়া সহায়তা করেন এই পাকিস্তানি সুপারফ্যান। বশির চাচা জানান, তিনি অন্ধ ক্রিকেট ভক্ত। শুধুমাত্র বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখবেন বলেই তিনি ভারতে এসেছেন। নিজের বক্তব্যের সপক্ষে তিনি তাঁর ভ্রমণ সংক্রান্ত নথিপত্র, খেলার টিকিট, পরিচয়পত্রও পেশ করেন। তাঁর উদ্দেশ্য নিয়ে নিঃসংশয় হওয়ার পরই তাঁকে মুক্তি দেয় বিমানবন্দর পুলিশ।

ভারতীয়দের কাছেও অত্যন্ত পরিচিত ‘বশির চাচা’। বিশেষ করে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ থাকলেই তাঁকে পাকিস্তানের জাতীয় পতাকায় সজ্জিত হয়ে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়। অনেক সময় ভারতীয় দর্শকদের মধ্যে বসেও খেলা দেখতে দেখা গিয়েছে তাঁকে।



Leave a Reply