সোনা আসেনি। সেই আক্ষেপ মেটাতে বিশ্ব মিটে চোখ রাখছেন রোশিবিনা দেবী। Image Credit source: টুইটার
হানঝাউ: লক্ষ্য ছিল সোনা। কিন্তু চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে থামতে হয়েছে রুপোতেই। জাকার্তা এশিয়ান গেমসের (Asian Games 2023) উসুর (Wushu) সান্দ্রা ৬০ কেজি বিভাগ থেকে এসেছিল ব্রোঞ্জ। এ বার এককদম এগোলেন রোশিবিনা দেবী নাওরেম (Roshibina Devi)। মণিপুর এখনও অশান্ত। একদিন আগে নিজের রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উসু অ্যাথলিট। সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ আছে। একই সঙ্গে রয়েছে রুপোর তৃপ্তিও। রোশিবিনাকে নিয়ে দেশেও উচ্ছ্বাস কম নেই। উসু টিম চিনে যাওয়ার আগে চরম হেনস্তার মুখে পড়েছিল। ওই টিমের তিন অ্যাথলিট, যাঁরা অরুণাচলের বাসিন্দা, তাঁদের ভিসা দেওয়া হয়নি। মানসিক ভাবে চাপে পড়ে গিয়েছিল পুরো টিম। সেখান থেকে রোশিবিনার এই রুপো নিশ্চিত ভাবে কৃতিত্বের। কী বললেন তিনি, TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।
রোশিবিনা বলেছেন, ‘সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে ঠিকই, তবে রুপো পেয়ে ভালোই লাগছে। এই পদক আমি আমার রাজ্য মণিপুরকে উৎসর্গ করছি।’ চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে ভুল করেছেন, তা আগামী দিনে শুধরে নিয়ে আবার ফিরবেন ম্যাটে, এমন কথাও বলে রাখছেন। তাঁর কথায়, ‘আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই বাউটে কিছু ভুল করেছি। যেগুলো শুধরে নিয়ে আবার ফিরব। যাতে আরও ভালো ফল করতে পারি। নভেম্বরে বিশ্ব মিট রয়েছে। তার জন্য এখন থেকেই আবার কঠিন পরিশ্রম শুরু করে দেব। ওখানে সেরাটা দিতেই হবে।’
প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন রোশিবিনা। প্রি-কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুবসারা আখতারকে হারিয়ে পা রেখেছিলেন শেষ আটে। রোশিবিনার কোচ কুলদীপ হান্ডুও ছাত্রীর পারফরম্যান্সে খুশি। ‘গত এশিয়ান গেমসে ও ব্রোঞ্জ পেয়েছিল। এ বার আরও ভালো কিছুর লক্ষ্য নিয়েই আমরা এশিয়ান গেমসে এসেছিলাম। সোনা জিতবে, আশা ছিল। কিন্তু কিছু ভুলের জন্য সেটা হয়নি। বিশ্ব মিটে এই আক্ষেপ যাতে মিটিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাই আমরা করব।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোশিবিনাকে নিয়ে। টুইটারে লিখেছেন, ‘প্রতিভাবান এবং খেলার প্রতি দায়বদ্ধ রোশিবিনা উসুতে সান্দ্রার ৬০ কেজিতে রুপো পেয়েছে। নিজের প্রতিভা ঠিক জায়গা তুলে ধরার চেষ্টা করেছে। ওর শৃঙ্খলা ও তাগিদের কোনও তুলনা হবে না। অনেক অভিনন্দন রোশিবিনাকে।’
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও বলেছেন, ‘এই এশিয়ান গেমসে রোশিবিনা নিজের পদকের রং আরও উন্নত করেছে। খেলার প্রতি ওর প্যাশনের জন্যই এটা সম্ভব হয়েছে। এশিয়ান গেমসের ইথিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে উসু থেকে রুপো পেয়েছে। গর্ব হচ্ছে ওর জন্য।’