অল্পের জন্য হল না সোনার হ্যাটট্রিক, ৫০ মিটার প্রোনে রুপো ঐশ্বর্যর


অল্পের জন্য হল না সোনার হ্যাটট্রিক, ৫০ মিটার প্রোনে রুপো ঐশ্বর্যর

হানঝাউ: অল্পের জন্য এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) শুটিংয়ে (Shooting) হ্যাটট্রিক হল না ঐশ্বর্য প্রতাপ সিং টোমারের (Aishwary Pratap Singh Tomar)। পুরুষদের ৫০ মিটার থ্রি-পজিশন প্রোনে রুপো পেলেন ভারতীয় শুটার ঐশ্বর্য। এর আগে পুরুষদের ৫০ মিটার থ্রি-পজিশন প্রোনের টিম ইভেন্টে সোনা জিতেছিলেন ঐশ্বর্য-স্বপ্নিল-অখিলরা। পুরুষদের ৫০ মিটার থ্রি-পজিশন প্রোনের ফাইনালে প্রথম ৫ শটের পর তিন নম্বরে ছিলেন স্বপ্নিল ও আট নম্বরে ঐশ্বর্য। ১০ শটের পর স্বপ্নিল পৌঁছে যান ২ নম্বরে এবং ঐশ্বর্য ৬ নম্বরে। ১৫ শটের পর অবশ্য স্বপ্নিল তিনে নেমে যান। ঐশ্বর্য অবশ্য ছয় নম্বরেই ছিলেন। ২৫ শটের পর স্বপ্নিল পৌঁছে যান এক নম্বরে। ঐশ্বর্য তখনও ছিলেন ছয়ে। ৩০ শটের পর ৩১০.৮ পয়েন্ট তুলে শীর্ষেই ছিলেন স্বপ্নিল, আর ৫-এ ওঠেন ঐশ্বর্য। টানটান ফাইনালে ৩৫ শটের পর ৩৬১.৩ পয়েন্ট তুলে শীর্ষস্থান ধরে রাখেন স্বপ্নিল। এবং ঐশ্বর্য উঠে আসেন তিন নম্বরে। ৩৫৮.১ পয়েন্ট নিয়ে চিনা শুটারের সঙ্গে যৌথভাবে তিনে ছিলেন ঐশ্বর্য।

২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে চারটে পদক জিতে রেকর্ড করেছিলেন যশপাল রানা। তাঁকে সকালে ছুঁয়েছিলেন এষা সিং। এ বার সেই একই রেকর্ড ছুঁলেন ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং টোমার

Leave a Reply