‘দুশমন মুলক’, বিশ্বকাপের আগে পাক বোর্ডের চেয়ারম্যানের মন্তব্যে তুঙ্গে বিতর্ক!


হায়দরাবাদ: হায়দরাবাদে পা দিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান টিম। বাবর আজম থেকে শাহিন শাহ আফ্রিদি যা দেখে অবাক হয়ে গিয়েছেন। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, খেলায় যে তার কোনও প্রভাব পড়বে না, তা নিজামের শহরে পা দিয়েই বুঝে ফেলেছেন পাক ক্রিকেটাররা। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে শেষবার এসেছিল গ্রিন আর্মি। সাত বছর পর আবার ওয়াঘার এ পারে পা দিয়েছেন তাঁরা। ওই টিমের মহম্মদ নওয়াজ এ বারও রয়েছেন পাকিস্তানের ওয়ান ডে টিমে। তিনিও অবাক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতে যে খোলামেলা আবহে পা রেখেছেন বাবররা, তা হয়তো পাকিস্তানেও পান না তাঁরা। হায়দরাবাদি বিরিয়ানি, মাটন চপ সহ সুস্বাদু খাবারে অভ্যর্থনা জানানো হয়েছে পাক ক্রিকেটারদের। এমন খোলামেলা ছবি যখন, বাবরদের দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান করে বসলেন চরম বিতর্কিত মন্তব্য়। যা বলেছেন, বিশ্বকাপের আগে তো বটেই বিশ্বকাপের সময়ও এ নিয়ে বিতর্ক চলবে। জাকা আশরফের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ভারতকে তিনি ‘শত্রু দেশ’ বলে অভিহিত করছেন।

আশরফের এই ভিডিয়ো বিশ্বকাপ খেলার বাবরদের ভারতে পা দেওয়ার ঠিক আগে। ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই মাইনে বাড়ানোর জন্য বিপ্লব করছিলেন। বোর্ড সাড়া না দিলেও অবশেষে তা নিয়ে পদক্ষেপ করেছে। আইসিসি থেকে যে লভ্যাংশ পায় পিসিবি, তার একটা অংশ এ বার থেকে ক্রিকেটাররা পাবেন। ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আশরফ। সেখানে তিনি বলেছেন, ‘প্লেয়ারদের আমরা একটা নতুন চুক্তি দিয়েছি। তাতে ভালোবাসা তুলে ধরা হয়েছে। এর আগে পাকিস্তান ক্রিকেটে যা কখনও হয়নি। একটা বাড়তি টাকা প্লেয়ারদের এ বার থেকে তুলে দেওয়া হবে। শুত্রু দেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের মনোবল যাতে তুঙ্গে থাকে, সেই চেষ্টাই করেছি।’

ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বেশ খারাপ ভারতের। তার পরও ভারত কিন্তু পাকিস্তান টিমের জন্য অন্য়ান্য টিমগুলোর মতোই আতিথেয়তা তুলে ধরেছে। ঠিক তখনই পিসিবি চেয়ারম্যানের এমন কুরুচিকর মন্তব্য় নিশ্চিত ভাবেই অস্বস্তিতে ফেলে দেবে বাবরদের।

Leave a Reply