নজরে এশিয়ান গেমসে প্রথম পদক, মীরাবাঈয়ের চিন্তা ‘৯০’


হানঝাউ: চোটের জন্য গত বারের এশিয়ান গেমসে নামতে পারেননি। ভারতীয় ভারোত্তলনে তারকা মীরাবাঈ চানু। তাঁর ওপর পদকের প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। চিন্তা একটা জায়গাতেই। ৯০ কেজি। শনিবার থেকে এশিয়ান গেমসে শুরু ভারোত্তলনের ইভেন্ট। ভারতের ভরসা মীরাবাঈ। পোডিয়ামে ওঠার জন্য তাঁকে চিন, উত্তর কোরিয়া, থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামতে হবে। ৯০ কেজি নিয়ে কেন চিন্তা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমস ভারোত্তলনে ৪৯ কেজি বিভাগে ফেভারিট মীরাবাঈ চানু। তবে ৯০ কেজির এলিট ক্লাবে নেই চানু। এটিই চিন্তার। ক্লিন অ্যান্ড জার্কে চানুকে নিয়ে তেমন ভাবনা নেই। ক্লিন অ্যান্ড জার্কে তাঁর ব্যক্তিগত সেরা ১১৯ কেজি। কিন্তু স্ন্যাচ ইভেন্টে ৯০ কেজির মার্কে না পৌঁছতে না পারাটাই নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে মীরাবাঈয়ের কাছে।

স্ন্যাচ ইভেন্টে তাঁর ক্যাটেগরিতে ৭ জন ভারোত্তলক ৯০ কেজির সীমা পার করেছেন। এর মধ্যে চারজন-চিনের দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন জিয়াং হুইয়া, উত্তর কোরিয়ার রি সং গাম এবং থাইল্যান্ডের দুই ভারোত্তলক থানিয়াথন সুকচারোয়েন ও সুরোদচনা খামবাও। এই চার জনই মীরাবাঈয়ের সঙ্গে অংশ নেবেন।

ভারোত্তলনে স্ন্যাচ ইভেন্টে মীরাবাঈ চানুর সেরা পারফরম্যান্স ৮৮ কেজি। আর বিশ্বরেকর্ড হল ৯৬ কেজি! জাতীয় দলের কোচ বিজয় শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এ বার ৯০ কেজি পেরিয়ে যাবে মীরাবাঈ, এমনটাই প্রত্যাশা করছি। দীর্ঘ দিন ধরেই চেষ্টা চলছে। এশিয়ান গেমসেই সেটা হয়ে যাবে আশা করছি।’ টোকিও অলিম্পিকে রুপোর পদক ছিল মীরাবাঈয়ের। তাঁর কেরিয়ারে নানা পদকের মধ্যে আক্ষেপ এশিয়ান গেমস। ২০১৪ সালের এশিয়ান গেমসে নবম স্থানে শেষ করেছিলেন। ২০১৮ সালে চোটের জন্য নামতে পারেননি।

Leave a Reply