Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদেরImage Credit source: Twitter
হানঝাউ: শুক্রবার সকাল সকাল হানঝাউ শুটিং রেঞ্জে রুপোর পদক এনেছেন ভারতের তিন মেয়ে। তার রেশ কাটতে না কাটতেই ভারতকে সোনা উপহার দিলেন তিন ছেলে। বিশ্বরেকর্ড গড়ে এশিয়ান গেমসে ৫০ মিটার প্রোনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার, স্বপ্নিল কুসালে, অখিল সেওরান। শুটিং টিম ইভেন্টে এ বারের এশিয়াডে ভালো পারফর্ম করছেন ভারতের শুটাররা। এশিয়ান গেমস থেকে এটি ভারতের সপ্তম সোনা। এবং চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের দ্বিতীয় পদক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…