Asian 2023 Live Updates, Day 6: সোনা-রুপোয় শুটিংয়ে এশিয়াডের ষষ্ঠ দিন শুরু ভারতের


হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ষষ্ঠ দিন। এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরাও প্রতিদিন একের পর এক পদক নিয়ে আসছেন। আজ, শুক্রবার ভারতের অ্যাথলিটরা একাধিক ইভেন্টে পারফর্ম করবেন। আজ এশিয়াডের ষষ্ঠ দিনে মোট ১৬টি খেলায় পারফর্ম করতে দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১৫৮ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। অ্যাথলেটিক্সে আজ ভারতের সফর শুরু। এ ছাড়া সাঁতার, তাস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, দাবা, ই স্পোর্টস, গল্ফ, হ্যান্ডবল, হকি, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস এবং টেনিসে ভারতীয় অ্যাথলিটরা পারফর্ম করবেন। পঞ্চম দিনের শেষে পদক তালিকায় ভারত ছিল ৫ নম্বরে। ৬টি সোনা, ৮টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা ২৫টি। আজ এই সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে শুটিং, টেনিস থেকে। TV9Bangla Sports এর এই লাইভব্লগে নজর রাখুন, তা হলে পাবেন এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

Leave a Reply