অলিম্পিক কোটা ও এশিয়াডে পদক নিশ্চিত প্রীতির, লভলিনা পৌঁছলেন সেমিফাইনালে
হানঝাউ: বছর ১৯ এর ভারতীয় বক্সার প্রীতি পাওয়ার (Preeti Pawar) ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) সেমিফাইনালে পৌঁছে গেলেন। শুধু তাই নয়, প্যারিস অলিম্পিকের কোটাও অর্জন করেছেন প্রীতি। কাজাখস্তানের বক্সার জাইনা শেকেরবেকোভাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রীতি। অবশ্য শুধু প্রীতি পাওয়ারই নন মেয়েদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা বক্সার লভলিনা বরগোহাইনও (Lovlina Borgohain)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…