তিনবার পিছিয়ে পড়েও সাফল্য, স্কোয়াশে পাকিস্তানকে হারিয়ে সোনা সৌরভ-অভয়দের


স্কোয়াশে সোনা জিতলেন সৌরভ-অভয়রাImage Credit source: PTI

হানঝাউ: গত একটা দশক ধরে বিশ্ব স্কোয়াশ (Squash) দাপিয়ে বেড়িয়েছে পাকিস্তান (Pakistan)। এশিয়ান গেমস (Asian Games) হোক আর বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ। পাকিস্তানের প্লেয়াররাই বরাবর সাফল্য পেয়েছেন। কখনও সখনও সেই হিসেব উল্টে দিয়েছে ভারত। কিন্তু টিম ইভেন্টে? সেই মহাসাফল্য় অধরাই ছিল এতদিন। তাও মুঠোয় পুরে ফেলল ভারতীয় স্কোয়াশ টিম। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইভেন্টে দুরন্ত সোনা জিতল সৌরভ ঘোষাল, অভয় সিং, মহেশ মানগাওকররা। ক্রিকেট আর হকিতেই ভারত-পাকিস্তানের ধুন্ধুমার যুদ্ধ বেশি দেখা যায়। খেলা বদলে গেলেও যে রোমাঞ্চ, উত্তেজনা কমে না, স্কোয়াশ কোর্টে তাই দেখল এশিয়া। পাকিস্তানকে হারিয়ে সোনা জয়ের পর রীতিমতো উৎসব শুরু হয়ে যায় ভারতীয় শিবিরে। সেলিব্রেশন করতে গিয়ে কেঁদে ফেলেন অভয় সিং। TV9Bangla Sports এ বিস্তারিত।

বিস্তারিত আসছে…

Leave a Reply