বয়স স্রেফ সংখ্যা, এশিয়ান গেমসে সোনা জিতলেন বোপান্না-ঋুতুজা


রোহন বোপান্না ও ঋুতুজাImage Credit source: Twitter

হানঝাউ: একের পর এক অঘটন ঘটিয়ে ফাইনালে পা রেখেছিলেন চিনা তাইপের জুটি। ফাইনালের শুরুতেও সেই ঝলকই দেখাচ্ছিলেন সাং হাও হুয়াং-এন শাও লিয়াং (Tsung-hao Huang-En-Shuo Liang)। মনে হচ্ছিল ভারতীয় জুটি হয়তো রুপোতেই থেমে যাবেন। শেষ পর্যন্ত তা হল না। প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত টেনিসের মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না-ঋুতুজা ভোসলে (Rohan Bopanna-Rutuja Bhosale)। এশিয়ান গেমসে ভারতীয় টেনিস বরাবরই প্রত্যাশা পূরণ করেছে। এ বার সেটা দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বোপান্নার হাত ধরে সোনা এল টেনিস থেকে। TV9Bangla Sportsএ বিস্তারিত।

হুয়াং আর লিয়াং শুরু থেকেই আগ্রাসী টেনিস খেলার চেষ্টা করেন। প্রথম সেটটা বোপান্না-ঋুতুজা হেরেছিলেন ২-৬। কিন্তু দ্বিতীয় দারুণ কামব্যাক করেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি। ৬-৩ জেতেন দ্বিতীয় সেট। যে ছন্দ খোঁজার চেষ্টা করেছিলেন বোপান্না, সেটাই পেয়ে গিয়েছিলেন দ্বিতীয় সেটে। টাইব্রেকারে আর বিপক্ষকে দাঁড়াতেই দেননি। ১০-৪ জিতে নেন ম্যাচ। এ বারের এশিয়ান গেমসের টেনিস থেকে ভারতের প্রথম সোনা। এশিয়ান গেমস থেকে সব মিলিয়ে নবম সোনা। শুক্রবারই ভারতের দুই ছেলে রামকুমার রামানাথন-সাকেত মেইনানি ছেলেদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন। কিন্তু রুপোতেই থামতে হয়েছিল তাঁদের। চিনা তাইপের জুটির কাছে হেরে গিয়েছিলেন রাম-সাকেত। সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি বদলাও নিলেন বোপান্না-ঋুতুজারা।

বিস্তারিত আসছে…



Leave a Reply