৭২-এর কিরণ থেকে ৪৩-এর বোপান্না, এশিয়ান গেমসে গিয়েছেন ভারতের যে ৫ বয়স্ক অ্যাথলিট


৭২-এর কিরণ থেকে ৪৩-এর বোপান্না, এশিয়ান গেমসে গিয়েছেন ভারতের যে ৫ বয়স্ক অ্যাথলিট

হানঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) ১৯তম সংস্করণে সব মিলিয়ে ৩৮টি বিভাগে অংশ নিতে দেখা যাচ্ছে ভারতীয় অ্যাথলিটদের। ৬৫০-রও বেশি ভারতীয় অ্যাথলিট এ বার হানঝাউ গেমসে পারফর্ম করছেন। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতে এসেছিল ৭০টি পদক। তার মধ্যে ছিল ১৬টি সোনা। এ বারের এশিয়াডের ৬টি দিন পেরিয়েছে। ভারতের ঝুলিতে এসেছে ৩৩টি পদক। ৮টি সোনা, ১৩টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ আপাতত এসেছে ভারতে। এখনও এশিয়ান গেমসের বেশ কয়েকটি দিন বাকি রয়েছে। ফলে এই পদক সংখ্যা যে আরও বাড়তে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। এ বারের এশিয়ান গেমসে ভারতের সবচেয়ে বয়স্ক যে ৫ অ্যাথলিট পারফর্ম করছেন, তাঁদের জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বারের এশিয়ান গেমসে ভারতের ৫ বয়স্ক অ্যাথলিট

  1. কিরণ নাদার – কিরণ নাদার হলেন শিব নাদারের স্ত্রী। তৃতীয় ধনী ভারতীয়, যাঁর আনুমানিক সম্পত্তি ৩১ বিলিয়ন ডলার। কিরণের বয়স ৭২। তিনি ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক ক্রীড়াবিদ। কিরণ এ বারের এশিয়াডে তাস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এ ছাড়াও তিনি একজন সমাজসেবী এবং একজন শিল্প সংগ্রহকারী। তিনি মিক্সড ইভেন্টে অংশ নিয়েছেন। কিরণ ছাড়া ভারত থেকে যে তাস প্লেলাররা এশিয়ান গেমসে গিয়েছেন তাঁরা হলেন – বি সত্যনারায়ণ, হিমানি খান্ডেলওয়াল, রাজীব খান্ডেলওয়াল, মারিয়ান কর্মকার এবং সন্দীপ কর্মকার।
  2. শিব চৌরাসিয়া – ভারতীয় গল্ফার শিব চৌরাসিয়ার বয়স ৪৫। একাধিক ট্রায়ালের পর তিনি এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছেন। গলফে ব্যক্তিগত এবং পুরুষদের টিম ইভেন্টে তাঁকে পারফর্ম করতে দেখা যাচ্ছে।
  3. রোহন বোপান্না – ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্নার বয়স ৪৩। চলতি বছরে তিনি অজি পার্টনার ম্যাথেউ এবডেনের সঙ্গে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন। তারপর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন। ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছেছিলেন। এ বারের এশিয়ান গেমসে ঋুতুজা ভোসলের সঙ্গে মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছেছেন বোপান্না। ডাবলসে য়ুকি ভামব্রির সঙ্গে বেশিদূর এগোতে পারেননি।
  4. অচিন্ত্য শরথ কমল – ভারতীয় প্যাডলার অচিন্ত্য শরথ কমল ৪১। টিটিতে পুরুষদের সিঙ্গলস এবং ডাবলসে এবং দলগত ইভেন্টে তাঁকে পারফর্ম করতে দেখা গিয়েছে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে তাঁর অসাধারণ পারফরম্যান্সের পর তাঁকে গত বছর খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল।
  5. সীমা পুনিয়া – এশিয়ান গেমসে সীমা পুনিয়ার ২টি পদক রয়েছে। ৪০ বছর বয়সী সীমা এর আগে এশিয়াডে সোনা ও ব্রোঞ্জ পেয়েছেন। এশিয়ান গেমসের দু’টি পদক ছাড়াও, সীমা পুনিয়া কমনওয়েলথ গেমসে ৪টি পদকও জিতেছেন। ১ অক্টোবর হুয়াংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অ্যাকশনে দেখা যাবে সীমা পুনিয়াকে।

Leave a Reply