এশিয়াডে নজরে আজ দুই বঙ্গকন্যা, হকিতে ভারত-বাংলাদেশ


কলকাতা: এশিয়ান গেমসে রবিবার ভারতের জন্য ‘পদকের’ গেমস হয়ে দাঁড়িয়েছিল। সোনা, রুপো, ব্রোঞ্জ। কোনওটাই বাদ নেই। ব্যাডমিন্টনে ইতিহাস হয়েছে। আজ, সোমবার নজরে মূলত ‘মুখার্জি অ্যান্ড মুখার্জি’। টেবল টেনিসে প্রথম বার মেয়েদের ডাবলসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। জিতলে ফাইনালও আজই। এই দুই বঙ্গকন্যাই আজ ভারতের সুপারস্টার জুটি হয়ে উঠতে পারে। সেই স্বপ্নই দেখছে ভারত এবং বাংলা। তেমনই এশিয়াডে আজ আকর্ষণ ভারত-বাংলাদেশ হকি। গত কয়েক বছর ধরে ক্রিকেটের সৌজন্যে ভারত-বাংলাদেশ আবেগের ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য স্পোর্টসেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ম্যাচে পাকিস্তানকে ১০-২ ব্যবধানে হারিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। এশিয়াডে আর কী থাকছে? আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক নজরে ভারতের সূচি ও সময়

  1. তিরন্দাজি: পুরুষ, মহিলা, মিক্সড রিকার্ভ ও কমপাউন্ড টিম ইভেন্ট, সকাল ৬.৩০ থেকে। পুরুষ ও মহিলাদের রিকার্ভ ও কমপাউন্ড, ব্যক্তিগত ইভেন্ট, সকাল ১১.৪৫ থেকে।
  2. অ্যাথলেটিক্স: পুরুষদের ডেকাথলন ইভেন্ট (তেজশ্বিন শঙ্কর) সকাল ৬.৩০ থেকে। পুরুষদের হাইজাম্প যোগ্যতা অর্জন পর্ব (সর্বেশ অনিল কুশারে, জেসে সন্দেশ), সকাল ৬.৪০ থেকে। পুরুষদের ৮০০ মিটার রাউন্ড ১ হিট (কৃষাণ কুমার, মহম্মদ আফজল) সকাল ৭.১০। পুরুষদের ৪০০ মিটার হার্ডলস রাউন্ড ১ হিট (সন্তোষ কুমার, যশস পলাক্ষ), সকাল ৭.৪৫। মেয়েদের ৪০০ মিটার হার্ডলস রাউন্ড ১ হিট (বিদ্যা রামরাজ, সিঞ্চল রবি), সকাল ৭.৪৫। পদকের ইভেন্ট: মেয়েদের পোল ভল্ট ফাইনাল (পবিত্রা ভেঙ্কটেশ) বিকেল ৪.৩০, মেয়েদের লং জাম্প ফাইনাল (শালিলি সিং, অ্যান্সি সোজন), বিকেল ৪.৪০, মেয়েদের ৩০০০মিটার স্টিপলচেজ ফাইনাল (পারুল চৌধুরি, প্রীতি) বিকেল ৪.৫০, পুরুষদের ২০০মিটার ফাইনাল (অম্লান বরগোহাই), বিকেল ৫.২৫, মিক্সড রিলে 4X400 মিটার টিম, সন্ধে ৬.১০ থেকে।
  3. ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ৬৪ (কিদম্বি শ্রীকান্ত), সকাল ৭.৩০ থেকে। পুরুষদের ডাবলস রাউন্ড অফ ৩২ (সাত্বিকসাইরাজ/চিরাগ, ধ্রুব কপিল/অর্জুন) সকাল ৭.৩০ থেকে, মিক্সড ডাবলস রাউন্ড অফ ৩২ (রোহন কাপুর/ সিকি রেড্ডি, সাই প্রতীক/তনিশা ক্রেস্টো) সকাল ৭.৩০ থেকে।
  4. বাস্কেটবল: মেয়েদের কোয়ার্টার ফাইনাল ভারত বনাম উত্তর কোরিয়া, দুপুর ১.৩০।
  5. ব্রিজ (তাস): পুরুষ, মহিলা, মিক্সড টিম রাউন্ড রবিন ২। সকাল ৬.৩০ থেকে।
  6. ক্যানোয়িং: পদকের ইভেন্ট-পুরুষদের ক্যানয় ১০০০মিটার স্প্রিন্ট ফাইনাল (নীরজ ভার্মা), সকাল ৭.৪০। পদকের ইভেন্ট-মেয়েদের ক্যানয় ডাবল ৫০০মিটার স্প্রিন্ট ফাইনাল (মেঘা প্রদীপ, শিবানী ভার্মা) সকাল ৮.২০। পদকের ইভেন্ট-মেয়েদের কায়ক ডাবল ৫০০মিটার স্প্রিন্ট ফাইনাল (বিনিতা চানু ওইনাম, পার্বতী গীতা) সকাল ৮.২৫। পদকের ইভেন্ট-পুরুষদের ক্যানয় ডাবল ৫০০মিটার স্প্রিন্ট ফাইনাল (রিবাসন সিং নিংথোজাম, জ্ঞানেশ্বর সিং ফিলেম) সকাল ৯.১৫।
  7. দাবা: পুরুষদের টিম রাউন্ড ৪ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৪ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
  8. ডাইভিং: পদকের ইভেন্ট-পুরুষদের ১মিটার স্প্রিংবোর্ড ফাইনাল (লন্ডন সিং হেমম), বিকেল ৪.৩০ থেকে।
  9. ইকুয়েস্ট্রিয়ান: ইভেন্টিং জাম্পিং টিম ফাইনাল ও ব্যক্তিগত ফাইনাল (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে) সকাল ৭টা থেকে।
  10. হকি: পুরুষদের গ্রুপ পর্ব, ভারত বনাম বাংলাদেশ, দুপুর ১.১৫।
  11. কবাডি: মেয়েদের টিম গ্রুপ এ, ভারত বনাম চাইনিজ তাইপেই, দুপুর ১.৩০ থেকে।
  12. কুরাশ: পদকের ইভেন্ট, পুরুষদের -৯০ কেজি, সকাল ৭টা থেকে, মেডেল ইভেন্ট সকাল ১১.৩০ থেকে। মেয়েদের -৮৭ কেজি সকাল ৭টা থেকে, মেডেল ইভেন্ট সকাল ১১.৩০ থেকে।
  13. রোলার স্কেটিং: পুরুষদের স্পিড স্কেটিং ৩০০০ মিটার রিলে হিট, ফাইনাল সকাল ৬.৩০ থেকে। পদকের ইভেন্ট-মেয়েদের স্পিড স্কেটিং ৩০০০মিটার স্পিড স্কেটিং রিলে ফাইনাল সকাল ৭টা থেকে।
  14. সেপাকটাকরো: পুরুষদের প্রাথমিক পর্ব, ভারত বনাম সিঙ্গাপুর, সকাল ৭.৩০, পুরুষদের প্রাথমিক পর্ব, ভারত বনাম ফিলিপিন্স, দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম ফিলিপিন্স, দুপুর ১২.৩০।
  15. স্কোয়াশ: মিক্সড ডাবলস পুল ডি ভারত বনাম থাইল্যান্ড, সকাল ১০টা, পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬, দুপুর ১২.৩০, মেয়েদের সিঙ্গলস রাউন্ড অফ ১৬, দুপুর ১২.৩০ থেকে।
  16. টেবল টেনিস: পদকের ইভেন্ট-মেয়েদের ডাবলস সেমিফাইনাল (সুতীর্থা মুখোপাধ্যায়/ঐহিকা মুখোপাধ্যায়), সকাল ১০.১৫। ফাইনালে উঠলে সোনার পদকের ম্যাচ বিকেল ৪টে থেকে।

Leave a Reply