হানঝাউ: এশিয়ান গেমসে ভারতের সাফল্যের দিনে তাল কেটেছিল অ্যাথলেটিক্সের ইভেন্টে। ১০০ মিটার হার্ডলসে চূড়ান্ত নাটক হয়। আয়োজক দেশের আচরণে ক্ষোভ হওয়ারই কথা। উদ্যোক্তাদের শেষ মুহূর্তের নিয়ম বদলে শুটিংয়ে মিক্সড ডাবলসে আরও একটি টিম নামাতে পারেনি ভারত। বঞ্চিত হন বাংলার মেহুলি। ১০০ মিটার হার্ডলসে চূড়ান্ত অব্যবস্থার শিকার ভারতের অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি (Jyothi Yarraji)। তাঁর ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ ভারতের প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। প্রাথমিক ভাবে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তবে এখানেই থামতে নারাজ ক্ষুব্ধ ফেডারেশন কর্তা। জ্য়োতির ঘটনাকে যথেষ্ঠ গুরুত্ব সহকারেই দেখছেন তাঁরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিগ লোটাসে ১০০ মিটার হার্ডলস ফাইনালে প্রথমে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয় জ্যোতিকে। এরপর রেসে অনুমতি দেওয়া হয়। দেখা যায়, জ্যোতি তিন নম্বরে শেষ করেছেন। এরপর তাঁর পদক বদলে যায় রুপোয়। সব মিলিয়ে অপেশাদারিত্ব। মাঠের জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে চিনের অ্যাথলিট ইয়ানি ফলস স্টার্ট করেছেন। তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। এরপর ইয়ারাজিকেও একই কারণে ডিসকোয়ালিফাই করা হয়। প্রতিবাদ করেন ইয়ারাজি। এরপর দু-জনকেই অনুমতি দেওয়া হয়। ইয়ানি দ্বিতীয় হয়েছিলেন। ভারতের জ্যোতি তৃতীয়। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা দ্রুত প্রতিবাদ করে। তথ্য প্রমাণ এবং নিয়মের ভিত্তিতে জ্যোতির পদক রুপোয় পরিবর্তন হয়।
অ্যাথলেটিক্সের টেকনিক্যাল রুল ১৬.৮ অনুযায়ী, কোনও অ্যাথলিট ফলস স্টার্ট করলে তাঁকে ডিসকোয়ালিফাই করা হবে। এর সঙ্গে আরও যোগ করা রয়েছে, যদি একাধিক অ্যাথলিট ফলস স্টার্ট করে, তাদের জন্য অন্যদেরও সমস্যা হয়। সুতরাং, এই ফলস স্টার্টের জন্য যে অ্যাথলিট দায়ী, তাঁকে সতর্ক কিংব ডিসকোয়ালিফাই করা উচিত।
ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট যিনি, বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সহ-সভাপতিও, আদিল সুমারিওয়ালা পরিষ্কার করেন, ‘যে প্রথম ফলস স্টার্ট করেছে, তার জন্যই সমস্যা তৈরি হয়েছে। বিচারকরা ভুল করেছেন। ওরা সেটা শিকারও করেছেন। ইয়ারাজিকে রুপোর পদক দেওয়া হয়। স্ক্রিনেই দেখা গিয়েছে চিনের অ্যাথলিট ইয়ানিই ফলস স্টার্ট করেছিলেন। স্বাভাবিক ভাবেই যে প্রথমে স্টার্ট করে, বাকিরা তাঁকে ফলো করে।’
এরপর কী পদক্ষেপ? সুমারিওয়ালা বলেন, ‘বিষয়টিকে আমরা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরব। এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা সুনিশ্চিত করতে হবে।’ ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা কিংবদন্তি লং জাম্পার অঞ্জু ববি জর্জও পরিষ্কার করেন, ‘যে প্রথম জায়গা ছাড়বে, তাঁকে ডিসকোয়ালিফাই করা উচিত। চিনের অ্যাথলিটকে সেটা না করে বিচারকরা জ্যোতির কাছেই কেন এলেন! জ্যোতি নিজের জায়গাতেই ছিল। এরকম ঘটনা কোনওদিন দেখিনি।’