রুপোলি ঝলক! ৫০ মিটার ট্র্যাপ শুটিংয়ে রুপো রাজেশ্বরী-মনীষা-প্রীতিরImage Credit source: Twitter
হানঝাউ: জাকার্তা এশিয়ান গেমসে ভারতে এসেছিল ৭০টি পদক। এ বার হানঝাউ গেমস থেকে ভারতের লক্ষ্য ১০০টি পদক জয়। এক কদম করে সেই লক্ষ্যপূরণের পথে হেঁটে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) অন্যতম সফল ভারতের শুটাররা। রবিবার সকালে ৫০ মিটার ট্র্যাপের টিম ইভেন্ট থেকে রুপো পেলেন ভারতের মেয়েরা। ৩৩৭ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছেন রাজেশ্বরী কুমারী (Rajeshwari Kumari), মনীষা খের (Manisha Keer), প্রীতি রজকরা (Preeti Rajak)। চলতি এশিয়াডে এটি ভারতের ৪০তম পদক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিস্তারিত আসছে…