দুর্গাপুজোয় তিলোত্তমা মাতাতে আসছেন, খবরে সিলমোহর দিলেন খোদ রোনাল্ডিনহো


দুর্গাপুজোয় তিলোত্তমা মাতাতে আসছেন, খবরে সিলমোহর দিলেন খোদ রোনাল্ডিনহো

কলকাতা: একে উৎসবের আমেজ। তার উপর পুজোর মরসুমে রয়েছে বিশ্বকাপ (ICC World Cup)। এ বার তিলোত্তমাবাসীদের জন্য সুখবর। দুর্গাপুজোয় (Durga Puja) কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho)। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, অক্টোবরে কলকাতায় আসবেন রোনাল্ডিনহো গাউচো। এ বার সেই খবরে খোদ সিলমোহর দিলেন রোনাল্ডিনহো। ৪৩ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন, চলতি মাসেই কলকাতাতে আসবেন তিনি। দুর্গাপুজোর সময় কলকাতায় এসে কী কী করবেন রোনাল্ডিনহো, সেই ব্যাপারেও নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এর আগে কলকাতায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিলোত্তমা দর্শন পেয়েছে আর্জেন্টাইন কিংদবন্তি দিয়েগো মারাদোনার। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পা-ও পড়েছে কলকাতায়। চলতি বছরে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ বার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো।

ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো ফেসবুকে জানিয়েছেন, অক্টোবরে তাঁর আসন্ন কলকাতা সফরের কথা।

বিস্তারিত আসছে…

Leave a Reply