বিশ্বকাপে নীল রংয়ের জার্সিতে দেখা যাবে ভারতের ক্রিকেটারদের। ভারতের বিশ্বকাপ জার্সির পিছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে কমলা রংয়ে। এ ছাড়া জার্সির সামনে দেশের নাম লেখা রয়েছে কমলা রংয়ে। জার্সির বুকের ডানদিকে বিশ্বকাপের লোগোটি থাকবে। বাঁম দিকে থাকবে বিসিসিআইয়ের লোগো। সেই লোগোর উপরে ২টি তারা রয়েছে। কারণ ভারত ২ বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে।