‘বাজবল’ স্টাইলে জয়! উদ্বোধনী ম্যাচের পর দুই অধিনায়ক যা বললেন…


আমেদাবাদ: ওয়ান ডে ফরম্যাটেই শুধু নয়, টি-টোয়েন্টিতেও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে তারা কতটা বিধ্বংসী এ থেকেই বোঝা যায়। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের কোচ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই রেখেই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটিং স্টাইলের নাম হয়েছে ‘বাজবল’। ভারতের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যেন বাজবলই দেখা গেল। তবে সেটা নিউজিল্যান্ড ব্যাটিংয়ে। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য মাত্র ৩৬.২ ওভারেই ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড। উইকেট পড়ল মাত্র একটি। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপুটে জয়ের পর নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম দরাজ সার্টিফিকেট দিলেন কনওয়ে-রবীন্দ্র জুটিকে। তেমনই হার দিয়ে টুর্নামেন্ট শুরু নিয়ে জস বাটলার যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্রর। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন কনওয়ে। ভারতীয় কন্ডিশন সম্পর্কে তাঁর অজানা নয়। নজর কাড়লেন তরুণ সঙ্গী রবীন্দ্র। কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম ম্যাচ শেষে বলেন, ‘রচিন ও ডেভনের দুর্দান্ত জুটি। তবে বোলারদের কৃতিত্ব দিতে হবে। প্রথম ৩০ ওভার ইংল্যান্ড যে পরিস্থিতিতে ছিল, সেখান থেকে ২৮০-র ঘরে তাদের আটকে রাখা, দারুণ।’

মাত্র ২৩ বছরের রচিন রবীন্দ্র ১২৩ এবং অভিজ্ঞ ওপেনার কনওয়ে ১৫২ রানে অপরাজিত থাকেন। বড় মঞ্চে তাঁদের এই পারফরম্যান্সে কোনও প্রশংসাই যেন যথেষ্ঠ নয়। ল্যাথাম আরও বলেন, ‘সবচেয়ে আনন্দের বিষয়, ইংল্যান্ড যেমন বোলিং করেছে রচিন ও কনওয়ে সেভাবেই খেলেছে। রচিন অনবদ্য একটা ইনিংস খেলল। ওর জন্য গর্ব হচ্ছে।’ ৯ উইকেটের জয়ে বোলারদেরও কৃতিত্ব দিতে ভুলছেন না টম।

অন্য দিকে, প্রথম ম্যাচ হেরে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলছেন, ‘আমাদের জন্য হতাশার দিন। সব দিক থেকেই নিউজিল্যান্ড আমাদের উড়িয়ে দিয়েছে। এই হার হজম করা কঠিন। তবে এটা দীর্ঘ টুর্নামেন্ট।’ বাটলারের মুখে ঘুরে দাঁড়ানোর বার্তা। বলছেন, ‘আমাদের টিমে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। একটা হারে ভেঙে পড়ব না। তেমনই জিতলেও মাটিতে পা রাখতে হবে। আজ যে লক্ষ্যটা দিয়েছি, তা গড়েরও কম। আমাদের লক্ষ্য ছিল অন্তত ৩৩০ রান করা।’

Leave a Reply