এশিয়াডে আর্চারিতে ভারতের মেয়েদের কমপাউন্ড টিমের সদস্যরা।
হানঝাউ: সোনা আর রুপো কিংবা পদক পাওয়া আর না পাওয়ার মধ্যে কতটা ফারাক? এত সূক্ষ্ম সেই ফারাক যে, ধরাই মুশকিল। যে কোনও খেলা সেই দিনের উপর নির্ভর করে। যে দিন সেরা ছন্দে থাকেন অ্যাথলিট, সোনা ফলাতে পারেন অবলীলায়। আর্চারিতে মেয়েদের টিম ইভেন্ট যেন সেই ছবিই তুলে ধরল। মনোঃসংযোগ, চাপ, স্বপ্নপূরণের খেলায় আশ্চর্য ওঠা-পড়া দেখল ভারত। চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ফিরে আসেন ম্যাচে। ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। সেখান থেকে আবার সমতা ফেরায় চিনা তাইপে। শেষ সিরিজে ফয়সালা হল। মেয়েদের টিম ইভেন্টে সোনা জিতলেন ভারতের তিন মেয়ে। ১৯তম সোনা এল এ বারের এশিয়ান গেমস থেকে। TV9Bangla Sportsএ বিস্তারিত।
বিস্তারিত আসছে…