আমেদাবাদ: ভারতের মাটিতে শুরু হয়ে গিয়েছে বিশ্বযুদ্ধ। ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023)ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (England vs New Zealand)। বিশ্বকাপের উদ্বোধন নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত কোনও রকম জাঁকজমক ছাড়াই শুরু হয়েছে এ বারের বিশ্বকাপ। গ্যালারি ভরাতে কম চেষ্টা করেনি বিসিসিআই ও আইসিসি। সব চেষ্টাই বিফলে গিয়েছে, প্রথম আমেদাবাদের শূন্যতাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। ওপেনিং ম্য়াচে মাছি মারছে গ্যালারি। তবে কি ৫০ ওভার ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়েছেন দর্শকরা? TV9Bangla Sportsএ বিস্তারিত।
ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম, আমেদাবাদের মোতেরা বা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচ। অংশ নিয়েছে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। এই ম্যাচের টিকিট পেতে যাতে কোনও রকম সমস্যা না হয় দর্শকদের, তার জন্য় সাধ্যমতো চেষ্টা চালিয়ে গিয়েছে ক্রিকেট বোর্ড। এমন কি বিজেপির তরফে ৩০-৪০ হাজার টিকিট বিলি করা হয়েছে আমেদাবাদের মহিলাদের মধ্যে। শুধু বিনামূল্যে টিকিটই নয়, তাঁদের জন্য চা ও জলখাবারের ব্যবস্থাও রয়েছে। আশা ছিল ৩০০০০-৪০০০০ মহিলা উপস্থিত হয়ে গ্যালারি ভরাবেন। তবে সব আশাই মাটি হয়েছে। ধু-ধু করছে গ্যালারি। যদিও বেঁচে যাওয়া টিকিটই বিলি করা হয়েছিল বিনামূল্যে। তা সত্ত্বেও ভরেনি গ্যালারি। এই ছবি ভয় ধরাচ্ছে ভারতীয় ক্রিকেট শিবিরকে। তবে কি ৫০ ওভারের লম্বা ফর্ম্যাটে আগ্রহ কমেছে দর্শরদের? টি-২০ বিশ্বকাপ নিয়ে যে ধরনের উন্মাদনা দেখা যায়, ওডিআইতে ধরা পড়ছে না সেই ছবি। অবশ্য অনেকেই বলছেন, সবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। টুর্নামেন্ট এগোতে শুরু করলে উন্মাদনা বাড়বে। ভারত ক্রিকেটমনষ্ক দেশ। এই দেশে যে কোনও ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গ্যালারি ঠিক ভরে যায়। রবিরার অস্ট্রেলিয়া ম্যাচে ভারত নামলে কি বিশ্বকাপের পালে হাওয়া লাগবে?
এই খবরটিও পড়ুন
প্লেয়ারদের তাতান দর্শকরা। তাঁদের হয়ে গলা ফাটাবেন ভক্ত সমর্থকরা। এই চিৎকারই তো প্লেয়ারদের অ্য়াড্রিনালিন রাশের কারণ। কথায় আছে, গ্যালারি আসলে খেলারই অঙ্গ। গ্যালারি ভরবে তবেই না আরও ভাল করে খেলার রসদ পাবেন প্লেয়াররা। আর এই গ্যালারিই যদি ফাঁকা থেকে যায় সেখানে কী ভাবে উৎসাহ পাবেন তাঁরা? একই ভাবে লাভের অঙ্কেও ভাঁটা পড়বে। এক কথায়, এই পরিস্থিতে চিন্তার ভাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কপালে।