ক্রিকেটে ‘দ্বিতীয়’ সোনার ম্যাচে টিম ইন্ডিয়ার ভয় আত্মতুষ্টি


হানঝাউ: এশিয়ান গেমস ক্রিকেটে এ বারই প্রথম অংশ নিচ্ছে ভারত। মেয়েদের ক্রিকেটে সোনার পদকও জিতেছে। ইতিহাসে নাম লিখিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এ বার সুযোগ ঋতুরাজ গায়কোয়াড়দের সামনেও। এশিয়ান গেমস ক্রিকেটে শীর্ষবাছাই ভারত। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেছে ভারত। নেপালকে হারিয়ে সহজেই সেমিফাইনালেও ওঠে ভারত। শেষ চারে বাংলাদেশের বিরুদ্ধেও দাপুটে জয়। ফাইনালে সামনে আফগানিস্তান। ভারতীয় টিমে একঝাঁক তরুণ ক্রিকেটার। টিম ইন্ডিয়ার বেশির ভাগ ক্রিকেটারেরই সিনিয়র টিমের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। উল্টো দিকে আফগানিস্তান টিমে একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। সোনার ম্যাচে ভারত বনাম আফগানিস্তান প্রিভিউ, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়াডে ভারতীয় টিমে যে সমস্ত ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন তাঁদের কাছে এই ইভেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জসওয়ালদের সিনিয়র টিমে যাওয়া-আসা লেগে রয়েছে। তবে জায়গা পাকা করতে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। তার জন্য এই টুর্নামেন্ট অন্যতম সুযোগ। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই স্কোয়াড থেকে অনেকেই বিশ্বকাপ টিমের ভাবনায় রয়েছেন। শুধু তাই নয়, ভারতে চলছে ওয়ান ডে বিশ্বকাপও। ফলে টুর্নামেন্টের মাঝপথে কোনও এমারজেন্সি হলে এশিয়াডের টিম থেকেও কাউকে ডাকা হতে পারে।

এশিয়ান গেমসে প্রথম দু-ম্যাচেই নজর কেড়েছে ভারতের তরুণ ব্রিগেড। নেপালের বিরুদ্ধে ঝোড়ো শতরান করেন বাঁ হাতি ব্যাটার যশস্বী জসওয়াল। সিনিয়র টিমে ফিনিশারের ভূমিকায় ভবিষ্যতে দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। ইন্ডিয়ান প্রিমিয়ার প্রিমিয়ার লিগের গত সংস্করণে একের পর এক অনবদ্য ইনিংস খেলে নজর কেড়েছিলেন। নীল জার্সিতে সীমিত সুযোগে তাক লাগিয়েছেন। রিঙ্কুর ধারাবাহিকতায় নজর টিম ম্যানেজমেন্টের। তেমনই বোলিংয়েও অনেকে রয়েছেন।

আফগানিস্তান টিমের নেতৃত্বে অভিজ্ঞ গুলবদিন নায়েব। মহম্মদ শেহজাদের মতো বিধ্বংসী ব্যাটারও রয়েছেন। বিশ্বকাপের টিমে জায়গা না পাওয়া অলরাউন্ডার করিম জানাত খেলছেন এশিয়ান গেমসে। পাকিস্তানকে হারিয়ে সোনার ম্যাচে জায়গা করে নিয়েছেন আফগানরা। ভারতের তরুণ ব্রিগেডের সামনে কঠিন পরীক্ষা অভিজ্ঞ আফগানিস্তানের।

ভারত বনাম আফগানিস্তান, সকাল ১১.৩০, সোনি স্পোর্টস ও সোনি লিভে সম্প্রচার

Leave a Reply