এশিয়ান গেমসে ভারতের পুরুষ হকি দল।Image Credit source: PTI
মধুর বদলা? নিশ্চিত ভাবেই! জাকার্তা এশিয়ান গেমসে যে টিমের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই জাপানকে হারিয়েই হানঝাউ গেমসে হকিতে সোনা জিতলেন হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়, অমিত রোহিদাসরা। জাকার্তা থেকেই টোকিও অলিম্পিকের উড়ান শুরু হয়েছিল। ৪০ বছরের খরা কাটিয়ে শেষ পর্যন্ত হকিতে এসেছিল পদক। এ বারের সোনা প্যারিস অলিম্পিকের স্বপ্ন কয়েক পারা চড়িয়ে দেবে, সন্দেহ নেই। জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনার মঞ্চে উঠে পড়ল ভারত। গত কয়েক বছর ভারতের হকির পুনর্জন্ম হয়েছে আবার। ফিরে এসেছে হকির হারিয়ে যাওয়া মহিমা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পর এশিয়ান গেমসে সোনা। একই সঙ্গে হানঝাউ থেকেই প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে ফেললেন হরমনপ্রীতরা। TV9Bangla Sports এ বিস্তারিত।
বিস্তারিত আসছে…