শুভমনকে নিয়ে হঠাৎই ধোঁয়াশা, দ্রাবিড়ের সাহসী ঘোষণা…


চেন্নাই: ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে রবিবার। চেন্নাইতে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে ভারতীয় শিবিরে দুশ্চিন্তার মেঘ। তরুণ ওপেনার শুভমন গিলের ডেঙ্গি হয়েছে বলে আশঙ্কা। পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচের ধারাভাষ্যে দীপ দাশগুপ্ত এবং সঞ্জয় বাঙ্গারের আলোচনাতেও উঠে আসে শুভমন প্রসঙ্গ। তাঁরা দু-জনেই বলেন, ‘যা পরিস্থিতি তাতে শুভমনকে হয়তো প্রথম কয়েক ম্যাচে নাও পাওয়া যেতে পারে। তাঁর জায়গায় ওপেনিংয়ে বিকল্প হতে পারেন ঈশান কিষাণ।’ কিছুক্ষণ পরই অবশ্য তাঁদের মুখে অন্য সুর। বলেন, ‘শুভমন গিল ছিটকে গিয়েছে এ কথা এখনই বলা যাবে না। তবে অনিশ্চিত বলা যায়। আজ টিমের সঙ্গে প্র্যাক্টিসও করেনি শুভমন।’ কিছুক্ষণের মধ্যে মন্তব্যে এত বদল কেন! শুভমনকে নিয়ে আশাবাদী কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাঝে আর মাত্র এক দিন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ম্যাচ। শুক্রবারই আশঙ্কা করা হয় শুভমনের ডেঙ্গি হয়েছে। তবে বোর্ডের তরফে শুভমনকে নিয়ে কোনও মেডিক্যাল আপডেট দেওয়া হয়নি। শুভমন অনুশীলনে না আসায় আশঙ্কা বাড়ে। কোচ রাহুল দ্রাবিড় সাংবাদিক সম্মলনে বলেন, ‘ও অনেকটাই সুস্থ বোধ করছে। মেডিক্যাল টিম ওকে কড়া নজরে রেখেছে।’

রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে আগেও অনেক বার হয়েছে যে, তিনি নিশ্চিত হলেও সেই বিষয়টি প্রক্যাশ্যে আনেননি। বরং বরাবর সেফ খেলার চেষ্টা করেন। শুভমনের ক্ষেত্রেও এমন কিছু নয়তো? দ্রাবিড় বলছেন, ‘প্রথম ম্যাচ থেকে শুভমন ছিটকে গিয়েছে এমন কথা টেকনিক্যালি এখনও বলা যায় না। মেডিক্যাল টিম ওকে নিয়ে সিদ্ধান্ত নেবে। হয়তো কালকের মধ্যে কিছু জানতে পারব।’

সম্প্রচারকারী চ্যানেলে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের ফাঁকে দ্রাবিড়ের সাংবাদিক সম্মেলনে সামান্য অংশ দেখানো হয় বেশ কয়েক বার। সেখানে তিনি বলছেন, ‘শুভমনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন সকালে নেব।’ নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে অবশ্য বলেন, ‘শুভমন সুস্থ নয়। অন্তত প্রথম দু-ম্যাচে ওকে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরাও আশা করছি, ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। মেডিক্যাল টিমই বাকিটা বলতে পারবে।’

এ বছর স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ ওপেনার শুভমন গিল। ইতিমধ্যেই ১২৩০ রান করে ফেলেছেন। ওডিআইতে এ বচর পাঁচটি সেঞ্চুরি। একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। তাঁকে বিশ্বকাপের শুরুতে না পাওয়া গেলে ভারতীয় টিমের জন্য বড় ধাক্কা হতে চলেছে।

Leave a Reply