চলছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট ওডিআই বিশ্বকাপ। ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের ফাইনালিস্ট ইংল্য়ান্ড ও নিউজিল্যান্ড। থ্রি লায়ন্সদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে কিউয়িরা। দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। তৃতীয় দিনে রয়েছে জোড়া চমক। রয়েছে ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। চার দলই নিজেদের সবটা দিয়ে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইবে। কোথায় কখন দেখবেন এই দুই ম্যাচ? লাইভ স্ট্রিমিং-ই বা দেখা যাবে কোথায়? জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তৃতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান এবং দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে।
এই দুটি ম্যাচটি কবে হবে?
এই খবরটিও পড়ুন
এই দুটি ম্যাচ হবে আগামীকাল অর্থাৎ ৭ অক্টোবর।
এই দুটি ম্যাচ কখন হবে?
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে সকাল ১০.৩০ টায়। আর দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
এই দুটি ম্যাচ কোথায় হবে?
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি হবে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
এই দুটি ম্যাচের টস কখন হবে?
বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটির টস হবে সকাল ১০ টায়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচটির টস হবে দুপুর ১.৩০ টায়।
এই দুটি ম্যাচ কোথায় দেখা যাবে?
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টসে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি দেখা যাবে স্কাই স্পোর্টসে। পাশাপাশি দু’টি ম্যাচই দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla-এর ওয়েবসাইটে।