নয়া দিল্লি: ক্রিকেটে এক মজার ইতিহাস রয়েছে। এক বার নয়, চার বার সেমিফাইনালে উঠেও ফাইনালের দরজা খোলেনি দক্ষিণ আফ্রিকার (South Africa) সামনে! তাই দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ বলা হয়। চলতি ওডিআই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ক্যাপ্টেন্স মিটে একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। চেয়ারে বসে ঘুমোতে দেখা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। মজা করে বলতে হয়, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ভাগ্যটাও খানিকটা তেম্বার মতোই। তবে কি এ বারের বিশ্বকাপেও ঘুমিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য? কী বলছেন প্রোটিয়া অধিনায়ক! জেনে নিন TV9 Bangla-এর এই প্রতিবেদনে।
এ বার চোকার্স প্রসঙ্গে মুখ খুলেছেন তেম্বা বাভুমা। তাঁর গলায় আত্মবিশ্বাসের সুরই শোনা গেল। সবাই দক্ষিণ আফ্রিকার এই ফাইনালের দোরগোড়া থেকে ফিরে আসা নিয়ে ঠাট্টা করলেও, এ বিষয়টি মানতে নারাজ অধিনায়ক। তাঁর বক্তব্য, “জানি না কে বা কাঁরা এগুলো বিশ্বাস করেন। অনেকে এমনটা বিশ্বাস করলেও আমাদের দলের কেউ এ সবে কান দেয় না।” তবে একটু অভিমানের সুরেই বলেন, “আমরা যতদিন না একটা ট্রফি জিততে পারব, ততদিন আমাদের দলের সঙ্গে এই চোকার্স তকমা জুড়ে থাকবে।”
এই খবরটিও পড়ুন
বিশ্বকাপ নিয়ে বাড়তি চাপ রয়েছে? এর উত্তরে তেম্বা বলেন, “বড় ম্যাচের আগে চাপ তো থাকেই। আমাদের উপর দর্শকদের প্রত্যাশা রয়েছে। সবসময় নিজেদের কোথায় উন্নতি করা উচিত, সেই দিকে মন দেয় আমাদের দল। ” এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, “বলতে দ্বিধা নেই আমাদেরও বেশ কিছু বিষয় ঘষেমেজে নিতে হবে। সেই দিকেই নজর দিচ্ছে দল। বোলিংয়ে বিশেষ নজর দিতে হবে। তবে আমাদের সঙ্গে কেশব, শামসির মতো প্লেয়াররা রয়েছে। তাই আমি নিশ্চিত, খারাপ কিছু হবে না।”